লিভারপুলকে হারিয়ে সেমির পথে রিয়াল

তিন বছর আগের প্রতিশোধ নেওয়া হলো না লিভারপুলের। আগেরবার শিরোপাস্বপ্ন ভেঙেছিল গোলরক্ষকের ভুলে, এবার রক্ষণভাগের ভুলে হার মেনে নিতে হলো ইংলিশ ক্লাবটিকে। বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ থেকে লিভারপুলের একটাই অর্জন, তা হলো প্রতিপক্ষের মাঠে একটি গোল পাওয়া। ফিরতি লেগে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর পথে এই গোলটি কাজে আসতে পারে তাদের।
রিয়াল মাদ্রিদের হয়ে দুটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। বাকি গোলটি করেন মার্কো আসেনসিও। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের দুই মূল সেন্ট্রাল ডিফেন্ডার সার্জিও রামোস ও রাফায়েল ভারানেকে ছাড়াই মাঠে নামে রিয়াল। এরপরও রিয়ালের রক্ষণভাগ ভেঙে গোল আদায় করে নিতে পারেনি লিভারপুল। প্রথমার্ধে রিয়ালের রক্ষণভাগে সেভাবে হানাই দিতে পারেননি সালাহরা। উল্টো রিয়াল দাপট দেখিয়ে খেলতে থাকে।
২৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণে প্রতিপক্ষের জালে বল পাঠান ভিনিসিউস। নিজেদের ডি-বক্সের কাছাকাছি জায়গা থেকে উঁচু করে বল বাড়ান টনি ক্রুস। দুই ডিফেন্ডারের মাঝে থেকেও বলের নিয়ন্ত্রণ নিয়ে নিচু শটে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুন করেন আসেনসিও। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে নিজেদের খেলা কিছুটা গুছিয়ে নেয় লিভারপুল। ৫১তম মিনিটে গোল করে ব্যবধান কমান লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। কিন্তু ৬৫ মিনিটে গিয়ে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ভিনিসিউস।