রোনালদোর থাপ্পড়-কাণ্ড: রেকর্ডের রাত অন্যভাবেও শেষ হতে পারতো পর্তুগাল কিংবদন্তির
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই পর্তুগিজ তারকার রেকর্ড ভাঙার রাতটি সম্পূর্ণ অন্যভাবেও শেষ হতে পারতো।
ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি নেওয়ার পূর্বে আয়ারল্যান্ড মিডফিল্ডার ডারা ও'শিয়ার গালে রীতিমত থাপ্পড় বসিয়ে দিয়েছিলেন রোনালদো। তবে এই ঘটনা রেফারির দৃষ্টিগোচর না হওয়ায় লাল কার্ডের হাত থেকে বেঁচে যান পর্তুগাল অধিনায়ক।
ম্যাচের নবম মিনিটেই পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় পর্তুগাল। স্বভাবসুলভভাবেই সেই পেনাল্টি নিতে এগিয়ে আসেন রোনালদো। পেনাল্টি নেওয়ার জন্য বলটি মাটিতে রাখামাত্রই তাতে কিক করে বসেন ও'শিয়া। প্রতিক্রিয়া দেখাতেও দেরি করেননি রোনালদো। সাথে সাথে ও'শিয়ার গালে একটি থাপ্পড় বসিয়ে দেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তবে রেফারি খেয়াল না করায় সেবারের মতো বেঁচে যান রোনালদো। খেলা বহির্ভূত যেকোনো আগ্রাসনের জন্যই লাল কার্ড দেখানোর নিয়ম রয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে 'এ' গ্রুপের এই ম্যাচে শেষপর্যন্ত আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোদের তৃতীয় জয় এটি।
ম্যাচের শুরুটা ভালোভাবে করতে পারেনি পর্তুগাল। থাপ্পড় কাণ্ডের পর ওই পেনাল্টিটিও জালে জড়াতে পারেননি রোনালদো। আর অপর প্রান্তে সুযোগ পেয়ে প্রথমার্ধের শেষদিকে আয়ারল্যান্ডকে এগিয়ে নিয়ে যান জন ইগান। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে জোড়া গোল করেন রোনালদো।
এই জোড়া গোলেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে ১১১টি গোল করেছেন রোনালদো, যা ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ। ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়িকে পিছনে ফেলে এই রেকর্ড করেছেন রোনালদো।
