ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকীতে রিয়াদে মাঠে নামবে বার্সা-বোকা

গত বছর ২৫শে নভেম্বর পুরো ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এই ফুটবল-ঈশ্বরের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার দুই সাবেক ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্সকে মাঠে নামাতে যাচ্ছে সৌদি আরব।
কিংবদন্তি ম্যারাডোনা দুই দফায় (১৯৮১-১৯৮২, এবং ১৯৯৫-১৯৯৭ সাল পর্যন্ত) খেলেছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে। স্প্যানিশ ক্লাব বার্সার হয়ে খেলেছেন দুই মৌসুম (১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত)।
সোমবার সৌদি আরবের জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্টের পরিচালক তুর্কি আলালশিখ জানিয়েছেন, এবছরের রিয়াদ সিজনের অংশ হিসেবে মাঠে গড়াবে এই ম্যাচ।
দেশে ধর্মহীন পর্যটন বাড়াতে রাজধানীতে বছরের শেষদিকে প্রায় দুই মাসব্যাপী উৎসবের আয়োজন করে থাকে সৌদি কর্তৃপক্ষ। এই উৎসবের নামই 'রিয়াদ সিজন'।
বার্সা-বোকার ম্যাচের পাশাপাশি এবার আরেকটি জমকালো ফুটবল ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে সৌদি রাজধানী রিয়াদে। আসছে জানুয়ারিতে আর্সেন ওয়েঙ্গারের অধীনে সৌদি দল আল-হিলাল ও আল-নসরের সমন্বয়ে গড়া একটি একাদশ মাঠে নামবে পিএসজির বিপক্ষে।
লিওনেল মেসি এর আগেও সৌদি আরবে খেললেও তার দল পিএসজি এবারই প্রথম পা রাখবে রিয়াদের মাটিতে।
২০১৯ সালের রিয়াদ সিজন প্রায় ১ কোটি বিদেশী পর্যটককে আকর্ষিত করতে সক্ষম হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় বিনোদন উৎসবগুলোর একটি হিসেবে খ্যাত এই উৎসব গতবছর স্থগিত ছিল করোনা মহামারীর কারণে। এবছরের উৎসব তাই দ্বিগুণ পরিসরে আয়োজন করতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এবারের রিয়াদ সিজন চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
সূত্র: আরব নিউজ।