মেসিকে ছাড়াও দুর্বার বার্সা, শেষ ষোলোয় জুভেন্টাস-চেলসি
লা লিগায় যেমন তেমন, চ্যাম্পিয়ন্স লিগে দুর্বার বার্সেলোনা। ইউরোপের সেরা এই টুর্নামেন্টে লিওনেল মেসিকে ছাড়াও বড় জয় তুলে নিয়েছে কাতালানরা। জয় পেয়েছে জুভেন্টাস, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ড। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠছে বার্সেলোনা, জুভেন্টাস ও চেলসি।
বুধবার রাতে দিনামো কিয়েভকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। যদিও ম্যাচে ছিলেন না মেসিসহ প্রথম পছন্দের আরও বেশ কয়েকজন ফুটবলার। প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই প্রতিপক্ষের মাঠে ছড়ি ঘুরিয়েছে কাতালানরা। টানা চতুর্থ জয় তুলে নেওয়ার ম্যাচে জোড়া গোল করেন বার্সার ডেনিশ স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েট। একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজম্যান ও সের্জিনো দেস্ত।
ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ৩৫ মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে তারা। যোগ করা (৯০+২) সময়ে আলভারো মোরাতার গোলে জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।
কষ্টের জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠেই ধুঁকতে থাকা ফরাসি চ্যাম্পিয়নরা ১-০ গোলে লেইপজিগকে হারিয়েছে। ম্যাচের শুরুর দিকে পাওয়া গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি পায় চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্সআপরা। স্পট কিক থেকে গোল করেন নেইমার।
বড় জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। দলের হয়ে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস। একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড ও ড্যানিয়েল জেমস। আগের লিগে বাসাকসেহিরের মাঠে ২-১ গোলে হেরেছিল ম্যান ইউ।
নাটকীয় জয়ে পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। রেনেকে ২-১ গোলে হারিয়েছে তারা। এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল চেলসি। কিন্তু বদলি হিসেবে নামা অলিভার জিরুদ দলকে রক্ষা করেছেন। যোগ করা সময়ে (৯০+১) গোল করে চেলসিকে আনন্দে ভাসান ফরাসি এই স্ট্রাইকার।
অন্যান্য ম্যাচে ক্রাসনাদোরকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া। জেনিতের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লাৎসিও। ক্লাব ব্রাজকে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আজ রাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি লড়বে অলিম্পিয়াকোসের বিপক্ষে। লিভারপুলের প্রতিপক্ষ আতালান্তা। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে সলসবার্গের।
