মাশরাফির ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। দুই জায়গা থেকেই করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। কর্মহীন মানুষদের সাহায্য করতে বিসিবি থেকে পাওয়া এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন মাশরাফি। নিজ অর্থায়নে নড়াইলে ১২শ' পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
ডাক্তার ও সংবাদকর্মীদের সুরক্ষার ব্যাপারটিও মাথায় রেখেছেন মাশরাফি। নিজ অর্থায়নেই নড়াইলের ডাক্তার ও সংবাদকর্মীদের জন্য ৫০০ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুয়েপমেন্ট) দিয়েছেন তিনি। এবার আরও একটি উদ্যোগ নিয়েছে মাশরাফির 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন'। সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
এ জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছে ফাউন্ডেশনটি। রোববার সকাল থেকে এই কার্যক্র চালু হবে। এ বিষয়ে নিজেদের ফেসবুক পেজ থেকে একটি ঘোষণা দিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
মোবাইল নম্বর সম্বলিত দুটি ছবি পোস্ট করে ঘোষণায় বলা হয়েছে, 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা (এমপি) নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ মেডিকেল সেবার যে ঘোষণা দিয়েছেন, তা আগামীকাল সকাল হতে চালু হতে যাচ্ছে। নিচের ছবিতে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে, সবাই ওই নম্বরে কল করে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে আপনার নাম, ঠিকানা ও সমস্যা জানাতে পারবেন।'
ঘোষণায় আরও বলা হয়, 'ভ্রাম্যমাণ মেডিকেল টিম আপনার এলাকায় যখন যাবে, তখন সেবা নেওয়ার জন্য আপনাদের কল ব্যাক করে জানানোর চেষ্টা করবে। এ ছাড়াও নড়াইল এক্সপ্রেসের ফেসবুক পেজের মাধ্যমেও আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিমের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। আবারও সবাইকে সুশৃঙ্খলভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে মাশরাফির এই উদ্যোগকে সফল করার জন্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।'
নড়াইলবাসীকে উদ্দেশ্য করে এই উদ্যোগের বিষয়ে মাশরাফি বলেছেন, 'প্রিয় নড়াইলবাসী, আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য জানাতে চাই। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রোববার থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরী। কারণ করোনা আক্রান্ত রোগী ছাড়াও যারা অন্যান্য রোগে ভুগছেন, তারাও যেন সঠিক চিকিৎসা পায়, এ জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।'