ভারত-পাকিস্তান ফাইনাল চান সাকলায়েন

ফাইনালে উঠলে আবারও ভারতের সঙ্গেই খেলতে চাইবেন বলে জানিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলায়েন মুশতাক। রোববারের ম্যাচে বন্ধুত্বের বার্তা ছড়ানোর জন্য দুই দলকে অভিনন্দনও জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সাকলায়েনের মতে, এ ম্যাচে উভয় পক্ষের খেলোয়াড়দের আচরণ একটি শক্তিশালী মানবতাবাদী বার্তা পাঠিয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকলায়েন বলেন, "ভারত ফাইনালে ওঠলে দারুণ হবে। তাদেরকে একবার হারিয়েছি বলে না, আমার কাছে মনে হয় ভারত একটি শক্তিশালী দল। সবাই তাদেরকে ফেভারিট হিসেবেই দেখছে।
"এছাড়া তাদের সঙ্গে আরেকটা ম্যাচ খেলতে পারলে আমাদের মধ্যকার সম্পর্ক আরও ভালো হবে বলেই আমার মনে হয়।"
সাকলায়েন আরও বলেন, "আগের ম্যাচে কোহলি, ধোনি এবং এমনকি আমাদের খেলোয়াড়রাও যেভাবে ব্যবহার করেছে, সেটা একটি শক্তিশালী বার্তা দিয়েছে সবাইকে। জানিয়েছে, আমরা সবাই মানুষ। আমরা সবাই একে অপরকে ভালোবাসি। লড়াই শুধু খেলার মাঠেই।

"এমন একটি বার্তা দেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দেরই অভিনন্দন। বন্ধুত্বের জয় হোক।"
সংবাদ সম্মেলনে সাকলায়েন আরও জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকেও ফেভারিট হিসেবে দেখছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দুই দলকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। দলের সূচনায় আত্মবিশ্বাসী সাকলায়েন বলেন, "যখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসবেন, তখন আপনি ঠিক প্রতিপক্ষের দিকে তাকাবেন না। আপনি নজর দিবেন আপনার নিজের খেলায়। ইংল্যান্ড ফেভারিট, অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে, দক্ষিণ আফ্রিকাও এরকমই।
"কার সাথে খেলছেন সেটা বড় কথা না, আপনাকে প্রথমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ভারত যদি ফাইনালে উঠে তাহলে আইসিসি খুশি হবে। সমর্থকরাও খুশি হবে।"
আগামীকাল সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। আর ভারতের পরবর্তী ম্যাচ রোববার, নিউজিল্যান্ডের বিপক্ষে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।