ফাইনালে যে ৫ রেকর্ডের মালিক হলেন মেসি
ফ্রান্সের বিপক্ষে ফাইনালে খেলতে নামার মধ্যে দিয়ে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় এখন আর্জেন্টিনা অধিনায়ক। তবে এই একটিই নয়, আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি।
রেকর্ড নতুন করে লিখাই তার কাজ, ১৭ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। যার কোনো কোনোটি আবার কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ। বিশ্বকাপ ইতিহাসের তেমনই কিছু রেকর্ড গড়েছেন মেসি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড়
ফাইনালে জিতে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়েছেন মেসি। ১৬ টি জয় নিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। ১৭ টি ম্যাচ জিতে সেই রেকর্ড একান্তই নিজের করে নিয়েছেন মেসি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির। ২৫ টি ম্যাচ খেলে জার্মানির লোথার ম্যাথাউসের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছিলেন তিনি। ফাইনালে নামার সাথেসাথে রেকর্ডটি মেসির একার হয়ে গিয়েছে। বিশ্বকাপে তিনি খেলেছেন ২৬ টি ম্যাচ।
বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা খেলোয়াড়
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি মিনিট খেলা খেলোয়াড় লিওনেল মেসি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২৩ মিনিট খেলার পরেই সেটি পূর্ণ হয়েছিল তার।
এই রেকর্ডের আগের মালিক পাওলো মালদিনি খেলেছেন ২২১৭ মিনিট, ফাইনালে ১২০ মিনিট খেলায় মেসির ভাণ্ডারে জমেছে ২৩১৪ মিনিটের বিশ্বকাপ ফুটবল খেলা।
বিশ্বকাপে সর্বাধিক গোলে যুক্ত থাকা খেলোয়াড়
ফাইনালের আগে বিশ্বকাপে বিশটি গোলে যুক্ত থেকেছেন মেসি (গোল করা+করানো), সূত্র- হিন্দুস্তান টাইমস। ২২টি গোলে যুক্ত থেকে এই তালিকায় এক নাম্বারে ছিলেন ব্রাজিলের পেলে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করে পেলের পাশে বসেছেন মেসি।
একাধিক গোল্ডেন বল জেতা একমাত্র খেলোয়াড়
২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে একাধিকবার কেউ এই পুরস্কার জেতেননি কেউ।
কাতার বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার আবারও জিতেছেন মেসি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক গোল্ডেন বল জেতা খেলোয়াড় এখন তিনি।
