সৌদি আরবের ক্লাব আল নাসেরে যাওয়ার ব্যাপারে মুখ খুললেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর ফ্রি এজেন্ট হিসেবে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
বছরে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যাচ্ছেন বলে জোরেশোরে গুঞ্জন উঠেছে বেশ কিছুদিন ধরে। এবার সেই বিষয়ে মুখ খুললেন রোনালদো নিজে।
বিশ্বকাপ শেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে বছরে ২০০ মিলিয়ন ইউরো বা ২২০০ কোটি টাকার চুক্তির বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা, 'না এটি সত্যি নয়।'
রোনালদো সবসময়ই ইউরোপের শীর্ষ সারির ফুটবল এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছে পোষণ করেছেন। সেখানে তার সৌদি আরবের ক্লাবে যাওয়ার খবরে বিস্মিতই হয়েছিলনে ফুটবল ভক্তরা।
রোনালদোর নিজের সেই গুঞ্জন অস্বীকার পর এবার নিশ্চয়ই স্বস্তি ফিরবে সবার মাঝে।
