পেলেকে জয় উৎসর্গ করল ব্রাজিল

শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়টি পেলেকে উৎসর্গ করেছে ব্রাজিল দল। ম্যাচ শেষে পেলের নাম এবং ছবিসহ একটি ব্যানার নিয়ে মাঠে আসেন ব্রাজিল দলের সব খেলোয়াড় এবং স্টাফেরা।
বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা পেলের জন্য ম্যাচের আগে থেকেই ব্রাজিল সমর্থকদের প্রার্থনা নিয়ে ব্যানার দেখা যাচ্ছিল। ম্যাচশেষে নেইমার সাইডলাইন থেকে পেলের নাম এবং ছবিসহ ব্যানারটি নিয়ে মাঠে আসেন।
এরপর সেই ব্যানারের পেছনে জড়ো হোন ব্রাজিল দলের সকল খেলোয়াড় এবং স্টাফেরা। ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত পেলের সাথে যে সবাই আছেন সেই বার্তা দেন তারা।
সম্প্রতি নিজের অফিশিয়াল টুইটার থেকে পেলে জানিয়েছেন আগের থেকে ভালো বোধ করছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করা গোলের মাধ্যমে ব্রাজিলের হয়ে পেলের করা সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডের আরেক ধাপ কাছে এসেছেন নেইমার।
ম্যাচ শেষে সেই নেইমারেরই ব্যানার নিয়ে মাঠে ঢোকাটা প্রমাণ করে, যোগ্য উত্তরসূরির কাছেই নিজের রেকর্ড হারাতে যাচ্ছেন পেলে।