রোনালদোর আচরণে ক্ষেপেছেন পর্তুগাল কোচ!
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তাকে উঠিয়ে নেওয়ার সময় নিজের অসন্তোষ প্রকাশ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ ছেড়ে আসার সময় তার প্রতিক্রিয়া নিয়ে এবার ক্ষেপেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা, সেটির প্রতিটি মিনিটই মাঠে কাটাতে চাইবেন তিনি, কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে উঠিয়ে নেওয়ার সময় রাগান্বিতভাবে মুখ নাড়াতে দেখা যায় তাকে।
রোনালদোর দাবি, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন তিনি কারণ কোরিয়ানরা তাকে মাঠ থেকে উঠাতে তাড়াহুড়ো করছিলো। প্রথমে রোনালদোর কথায় সায় দিয়ে তার পক্ষ নিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
কিন্তু এবার সুর পালটেছেন তিনি, বলছেন রোনালদোর আচরণে অখুশি তিনি! সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সান্তোস বলেন, 'রোনালদোকে উঠিয়ে নেওয়ার সময় ওর প্রতিক্রিয়ার ছবিগুলো আমি দেখেছি। আমি এটি মোটেও পছন্দ করিনি।'
তবে এ বিষয়টি যে দলের ভেতরেই সমাধান হয়ে গেছে সেটিও নিশ্চিত করেছেন পর্তুগাল কোচ, আপাতত যা স্বস্তির খবর রোনালদো ভক্তদের জন্য।
