প্রথম ভারতীয় নারী হিসেবে চতুর্থ অলিম্পিকে খেলতে যাচ্ছেন সানিয়া মির্জা

উপমহাদেশীয় টেনিসের অন্যতম শীর্ষ মুখ, ভারতীয় তারকা সানিয়া মির্জা আসন্ন টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করবেন। আর এর মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন চারটি অলিম্পিক গেমসে খেলতে চলা প্রথম কোনো ভারতীয় নারী খেলোয়াড়।
আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এবারের অলিম্পিকের আসর। তাতে কোর্টে নামলেই একমাত্র ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন ৩৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন।
৬টি গ্র্যান্ডস্ল্যামজয়ী এই তারকা এক সাক্ষাৎকারে বলেন, 'দুর্দান্ত ক্যারিয়ার আমার। নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ৩০ বছর বয়স পেরিয়ে গেছে, তবু আমি খেলছি। তবে আর কতদিন খেলব, সেই নিয়ে ভাবি না। আমি প্রতিটা দিন ধরে এগিয়ে চলি। ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি না।'
মাঝখানে মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও কোর্টে ফেরেন সানিয়া মির্জা। গত বছর জানুয়ারিতে তিনি হোবার্টে স্বর্ণজয় করেন। এবার উইম্বলডন ও অলিম্পিকের মতো বড় আসরেও খেলতে দেখা যাবে তাকে।

'কোর্টের ভেতর যেমন অনুশীলন করছি, তেমনই অনুশীলন চলছে কোর্টের বাইরেও। শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করছি,' জানালেন সানিয়া।
-
সূত্র: আনন্দবাজার পত্রিকা