দারুণ জয়ে শুরু বার্সার, রোনালদোয় রক্ষা জুভেন্টাসের
প্রস্তুতি পর্বটা দারুণ কেটেছিল। সব ম্যাচেই দাপুটে ছিল বার্সেলোনা। লা লিগার শুরুটাও ঝলমলে হলো কাতালানদের। নতুন মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে লিওনেল মেসির দল। ভিয়ারিয়ালকে উড়িয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করলো স্প্যানিশ জায়ান্টরা।
শুরুর ম্যাচটি ঘরের মাঠেই পেয়েছে বার্সা। এই ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোল করেছেন বার্সার ১৭ বয়সী ফরোয়ার্ড আনসু ফাতি। একটি গোল করেছেন অধিনায়ক মেসি। অন্য গোলটি আত্মঘাতী।
বার্সেলোনার দারুণ জয়ের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে রক্ষা পেয়েছে জুভেন্টাস। সিরি 'এ'র ম্যাচে ইতালিয়ান জায়ান্টরা রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। দুটি গোলই করেছেন রোনালদো। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল জুভেন্টাস।
ইংলিশ প্রিমিয়ার লিগে ভরাডুবি হয়েছে ম্যানচেস্টার সিটির। লেস্টারের বিপক্ষে ৫-২ গোলে হেরে গেছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন জেমি ভার্ডি। সিটির জালে পাঠানো ৫ গোলের তিনটিই পেনাল্টি থেকে করেছে লেস্টার।
লিগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। রাঁসকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে দুটি গোলই করেন মাউরো ইকার্দি।
