কারা খেলবে ফাইনালে, ভবিষ্যদ্বাণীতে জানালেন শেন ওয়ার্ন

ওমানে প্রথম রাউন্ড দিয়ে গত ১৭ অক্টোবর শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে চলছে সুপার টুয়েলভের লড়াই। এরই মধ্যে দলগুলো প্রমাণ করেছে তাদের সামর্থ্য। কোনো কোনো দল দারুণ ছন্দে ছুটে চলেছে, আবার কেউ হাবুডুবু খাচ্ছে হতাশার সাগরে। এমন সময়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন তার ভবিষ্যদ্বাণীতে জানালেন, কোন চার দল খেলবে সেমি-ফাইনাল।
কেবল সেমি-ফাইনালের চার দলই নয়, ফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ওয়ার্ন। তবে দুই দল নয়, চারটি দলের ফাইনাল খেলার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সাবেক এই স্পিন জাদুকর। সেমি-ফাইনাল, ফাইনালের দল নিয়ে নিজের ভাবনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি।
শেন ওয়ার্ন মনে করেন ভারত ও ইংল্যান্ড সেমি-ফাইনালে মুখোমুখি হবে। আরেক সেমিতে খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই চার দল থেকেই দুই দল ফাইনালে উঠবে বলে বিশ্বাস ওয়ার্নের। তার মতে ফাইনাল হবে ভারত-পাকিস্তান অথবা অস্ট্রেলিয়ার-ইংল্যান্ডের মধ্যে।
এ নিয়ে দেওয়া একটি টুইটে কিংবদন্তি এই স্পিনার লিখেছেন, 'আমি এখনও বিশ্বাস করি, যে দলগুলো প্রতিটি গ্রুপের শীর্ষে থাকবে এবং এটিকে অতিক্রম করবে তাদের দেখতে এই রকম হবে; ১. ইংল্যান্ড, ২. অস্ট্রেলিয়া, আরেক গ্রুপে ১. পাকিস্তান, ২. ভারত। সেমিফাইনাল হবে ইংল্যান্ড-ভারত ও অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে। ফাইনাল হবে ভারত-পাকিস্তান অথবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে।'
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে পাকিস্তান ও ইংল্যান্ড। সুপার লিগে দুই দলই তাদের প্রথম তিন ম্যচে জয় পেয়েছে। ইতোমধ্যে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। অস্ট্রেলিয়ার শুরুটাও দারুণ ছিল। প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হার মানে অজিরা। ভারত তাদের একমাত্র ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। দ্বিতীয় ম্যাচে আজ রাত ৮টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল।