আজ বোলিং করবেন না সাকিব

কয়েক দিনের ব্যবধানে একই জায়গায় দুবার চোট, চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। বৃহস্পতিবার নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে পুরনো চোটের জায়গা কুঁচকিতে টান পড়ে বাঁহাতি এই অলরাউন্ডার। দিনের খেলা ঘণ্টা খানেক বাকি থাকতেই মাঠ ছাড়েন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় আজ বোলিং করবেন না সাকিব।
এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ১০টার দিকে সাকিবকে স্ক্যান করাতে পাঠানো হবে, এরপর তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যবেক্ষণে আছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তৃতীয় দিন মাঠে এলেও ফিল্ডিং করতে নামেননি তিনি। তার বদলে ফিল্ডিং করছেন ইয়াসির আলী রাব্বি।
মিনহাজুল আবেদীন বলেন, 'আজ সাকিব বোলিং করবে না। এখনও সে পর্যবেক্ষণে আছে। তাকে আমরা স্ক্যান করাতে পাঠাবো। এরপর বোঝা যাবে বাকি অবস্থা।' বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, সাকিবকে স্ক্যানে পাঠানো হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, 'তাকে স্ক্যান করাতে পাঠাবো কিনা বা কখন পাঠাবো, এ নিয়ে আলোচনা করছি আমরা। শুক্রবার হওয়ায় লজিস্টিক্যাল সমস্যা আছে। তবে ব্যবস্থা করা হবে।'
গত ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। এরপর আর ফিল্ডিং করেননি তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। স্ক্যান রিপোর্ট ভালো আসায় তাকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়।
কয়েকদিন অনুশীলন করে পুরো ফিট না হলেও চট্টগ্রাম টেস্টে তাকে একাদশে নেওয়া হয়। কিন্তু মাঠে ফিরে পুরনো চোটেই মাঠ ছাড়তে হলো তাকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নিজের তৃতীয় ওভার করছিলেন সাকিব। দ্বিতীয় বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে তার।
টান পড়ার অস্বস্তি স্পষ্ট ছিল তার চেহারায়। সময় নিয়ে ওভারটি শেষ করেন সাকিব। কিছুক্ষণ ফিল্ডিং করে দ্বিতীয় স্পেলে আরও তিন ওভার বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। নিজের ষষ্ঠ ওভারটি করে মাঠ ছাড়েন সাকিব। এরপর আর মাঠে ফেরেননি তিনি।