অব্যাহত চেষ্টায়ও নিষ্প্রভ সাকিব

এক বছরের নিষেধাজ্ঞা, ম্যাচ খেলার হিসেবে অপেক্ষাটা আরও দীর্ঘ। ম্যাচ খেলতে ৩৬৫ দিন পেরিয়ে ৪০৮ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সাকিব আল হাসানকে। অপেক্ষা ফুরিয়েছে, মাঠের ক্রিকেটেও ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু আগের সেই পারফর্মার সাকিবের দেখা মেলেনি। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে নিজেকে খুঁজে ফিরছেন তিনি।
জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন সাকিব। প্লে-অফের টিকেট কাটা খুলনার হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই খেলেছেন তিনি। ব্যাট হাতে প্রতিটা ম্যাচেই নিজের ছায়া হয়ে থেকেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ৮ ম্যাচে ১০.২৫ গড়ে ৮২ রান করেছেন সাকিব। করতে পারেননি কোনো হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ রানের ইনিংস ১৫।
রানে ফিরতে ব্যাটিং পজিশনও পাল্টেছেন সাকিব। প্রথম দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করা বাঁহাতি এই ব্যাটসম্যান পরের দুই ম্যাচে খেলেছেন ওপেনার হিসেবে, রানে ফেরা হয়নি। আবারও জায়গা বদলেছে সাকিবের। পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে চার নম্বর এবং গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আবারও তিনে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি। ব্যর্থতায় হাবুডুবু খেয়ে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার।
শুধু যে ব্যাট হাতে ব্যর্থ সাকিব, তেমন নয়। বল হাতেও নিজের চেনা ছন্দ খুঁজে পাননি তিনি। কম খরুচে থাকলেও ৮ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। যা সাকিবের নামের পাশে বেমানানই। আট ম্যাচ পরও চেনা সাকিবের দেখা না মেলায় প্রশ্ন উঠছে, কোথায় হারালেন সেই সাকিব!
সাকিব বলেই এমন প্রশ্ন। কারণ সাকিব মানেই পারফরম্যান্স। হোক সেটা বল হাতে কিংবা ব্যাট হাতে। তার অতীত রেকর্ড সেই সাক্ষ্যই দেয়। বিরতি থেকে ফিরেও স্বদর্পে মাঠ কাঁপাতে দেখা গেছে সাকিবকে। এ কারণেই কেউ কেউ বলে উঠছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট-বলে যার রাজত্ব, সে কিনা ঘরোয়া টুর্নামেন্টে নিজেকে খুঁজে ফিরছেন!
এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকার কারণেই এমন হচ্ছে, এটা জানার পরও সাকিব বলেই তার থেকে সেরা পারফরম্যান্সের আশায় ক্রিকেটভক্তরা। কবে দেখা মিলবে সেই সাকিবের? বর্তমান অবস্থা বিবেচনায় সাকিবের জন্য এই প্রশ্নটা কঠিনই। এই কারণেই কিনা উত্তরটা জানা নেই তার। তবে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
কবে দেখা যাবে আগের সাকিবকে, বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচের পর এমন প্রশ্ন করা হলে উত্তরে সাকিব বলেন, 'জানি না। দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।'
নিষেধাজ্ঞা থেকে ফিরে হারানো জায়গা ফিরে পেয়েছেন সাকিব। ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু হয় তার। নিষিদ্ধ হওয়ার আগে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে পুরনো জায়গা ফিরে পান সাকিব।
এরআগে ওয়ানডেতেও হারানো জায়গা পান তিনি। গত মাসের শুরুর দিকে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। প্রথম হালনাগাদেই সাকিব ফিরে পান হারানো সিংহাসন। কিন্তু দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব মাঠের লড়াইয়ে নিজেকে ফিরে পাচ্ছেন না। নিষেধাজ্ঞা, মাঠে ফেরার অপেক্ষা ফুরালেও সাকিবের স্বরূপে ফেরার অপেক্ষা ফুরাতে যেন একটু বেশিই সময় লেগে যাচ্ছে।