নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পেল নেপাল, ১৪ জনের মৃতদেহ উদ্ধার

গতকালের বিধ্বস্ত বিমান তারা এয়ার থেকে আজ ১৪টি মৃতদেহ উদ্ধার করেছে নেপাল। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।
বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা।
নেপাল সেনাবাহিনী জানায়, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিম নেপালে অবস্থিত মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভির এলাকায় ১৪ হাজার ৫০০ ফিট উচ্চতায় পাওয়া গেছে বিমানের ধ্বংসাবশেষ।
তারা এয়ারের টুইন অটার বিমানটি ২২ জন যাত্রী নিয়ে একটি পাহাড়ে আছড়ে পড়ে, এর মধ্যে তিনজন ছিলেন ক্রু।
রোববার নেপালের স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ১২ মিনিট পরেই (সকাল ১০টা ৭ মিনিট) বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে।
নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সামাজিক মাধ্যমে তারা এয়ার বিমানের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।
"অনুসন্ধান ও উদ্ধারকারী বাহিনী বিমান দুর্ঘটনার স্থানটি সনাক্ত করেছে," টুইট করেন তিনি।
তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে বলেন, প্লেনটি টুকরো টুকরো হয়ে পাহাড়ে আছড়ে পড়ে।