বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

চলমান ইউক্রেন যুদ্ধে 'বৈরী' অবস্থান নেওয়ার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির অন্যান্য সিনিয়র মন্ত্রীদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বরিস জনসন, পররাষ্ট্র সচিব লিজ ট্রুস, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস এবং আরও ১০ জন সিনিয়র রাজনীতিবিদের—বেশিরভাগই মন্ত্রিসভার সদস্য—ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
বরিস জনসনসহ ব্রিটেনের শীর্ষ নেতারা শুরু থেকেই রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছেন।
মস্কো বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ব্রিটেন রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়া ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের ভূমিকাও 'মনে রাখা হবে' বলে সতর্ক করে আসছে রাশিয়া।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
- সূত্র: বিবিসি।