নিউইয়র্ক সাবওয়েতে এলোপাথাড়ি গুলি ছোঁড়া অভিযুক্ত বন্দুকধারী গ্রেপ্তার

মঙ্গলবার নিউইয়র্কের সাবওয়েতে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে ২৩ জনকে আহত করা বন্দুকধারীদের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ ও এফবিআই। নিউইয়র্কের ইস্ট ভিলেজ থেকে মূল অভিযুক্ত ফ্র্যাঙ্ক আর জেমসকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্ণ বৈষম্যমূলক দেশ বলে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট করেছিল ফ্র্যাঙ্ক আর জেমস। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধেও মিছিল করেছিল গ্রেপ্তারকৃত ফ্র্যাঙ্ক।
সূত্রমতে, ফ্র্যাঙ্ক জেমস বুধবার 'ক্রাইম স্টপার্স' নামক এক স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে জানায় যে সে ম্যানহাটনের ম্যাকডোনাল্ডসে বসে আছে। এরপরই পুলিশ কর্মকর্তারা ম্যানহাটনের ইস্ট ভিলেজ থেকে দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ফ্র্যাঙ্ককে কোনো বাধা ছাড়াই গ্রেপ্তার করে।
৬২ বছর বয়সী ফ্র্যাঙ্ক জেমসের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ফেডারেল চার্জ আনা হবে। বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে তাকে।
এর আগে মঙ্গলবার নিউ ইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিটের সাবওয়েতে এলোপাথাড়ি গুলি চালায় কিছু বন্দুকধারী। ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। আরও বেশ কয়েকজন পালাতে গিয়ে আহত হন। গুলিবিদ্ধ ১০ জনের মধ্যে ৫ জনের অবস্থা এখনও বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এই ঘটনার পরই তদন্তে নেমে ব্রুকলিন স্ট্রিটে সন্দেহজনক একটি ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখেন তদন্তকারীরা। ওই ভ্যান থেকে উদ্ধার হয় একটি হ্যান্ডগান, প্রচুর গুলি, জ্বালানি ও ধারালো অস্ত্র।
ভ্যানের মালিকের খোঁজ করতে গিয়ে প্রথম উঠে আসে ফ্র্যাঙ্কের নাম। এরপর গতকাল সে নিজেই ফোন করে নিজের খোঁজ দেয়।