যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে ২ শিক্ষার্থী নিহত, গুরুতর আহত ৯; বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে অবস্থিত আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থী নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে ঘটা এ ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রভিডেন্সের মেয়র জানান, বুলেটের স্প্লিন্টারের আঘাতে আরও একজন আহত হয়েছেন।
গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টা পরও ক্যাম্পাসের আশপাশের রাস্তা বন্ধ রাখা হয় এবং সেখানে জরুরি পরিষেবার গাড়িগুলোর ভিড় দেখা যায়। হামলাকারীর খোঁজে তল্লাশি চালানোর সময় শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে মেয়র ব্রেট স্মাইলি বলেন, 'হামলার জন্য দায়ী ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে।' ডেপুটি পুলিশ প্রধান টিমোথি ও'হারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।
কর্মকর্তারা জানান, তারা কালো পোশাক পরা এক পুরুষকে খুঁজছেন। সন্দেহভাজন ওই ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীর মুখে মাস্ক ছিল। ও'হারা জানান, ঘটনাস্থল থেকে খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে, তবে পুলিশ এখনই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে প্রস্তুত নয়।
কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং ভবনে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে বন্দুকধারী পালিয়ে যান।
সন্ধ্যার দিকে মেয়র স্মাইলি বলেন, 'বড়দিনের আর মাত্র দেড় সপ্তাহ বাকি। আজ দুজন মারা গেল এবং আরও আটজন হাসপাতালে। অনুগ্রহ করে এই পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন।'
রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রভিডেন্সের কলেজ হিলে ব্রাউন বিশ্ববিদ্যালয় অবস্থিত। এখানে শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ছাত্রাবাসসহ কয়েক শ ভবন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন সাংবাদিকদের বলেন, 'এমন দিন কখনো না আসুক—এই কামনাই থাকে। কিন্তু আজ সেটাই ঘটেছে।' তিনি নিশ্চিত করেন যে হতাহতদের সবাই বা প্রায় সবাই শিক্ষার্থী।
গুলির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে থাকতে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ছুটির দিনে কেনাকাটা করতে আসা মানুষ এবং কনসার্টে যোগ দেওয়া হাজারো মানুষের ভিড়ে প্রভিডেন্স শহর সরগরম থাকায় সন্দেহভাজনকে খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হয়েছে। কর্মকর্তারা জানান, আশপাশের শহরের পুলিশ ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশিতে সহায়তা করছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শহরজুড়ে বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। তিনি ঘটনাটিকে 'ভয়াবহ' বলে উল্লেখ করে বলেন, 'এ মুহূর্তে আমরা কেবল ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করতে পারি।'
উন্নত বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ আইন বেশ শিথিল। অন্যান্য অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মক্ষেত্র ও উপাসনালয়ে নির্বিচার গুলির ঘটনা অনেক বেশি সাধারণ।
'গান ভায়োলেন্স আর্কাইভ'–এর তথ্যমতে, দেশটিতে চলতি বছর এ পর্যন্ত ৩৮৯টি ম্যাস শুটিং এর ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ছয়টি ঘটনা ঘটেছে স্কুলে। কোনো ঘটনায় চার বা এর বেশি মানুষ গুলিবিদ্ধ হলে সেটিকে 'ম্যাস শুটিং' হিসেবে সংজ্ঞায়িত করে থাকে এই আর্কাইভ।
আর্কাইভটির তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক ম্যাস শুটিং এর ঘটনা ঘটেছিল।
