Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 20, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 20, 2025
অসুস্থ বাবার মৃত্যুর পর যেভাবে ক্ষমতা গ্রহণ করবেন মোহাম্মদ বিন সালমান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 February, 2022, 11:15 am
Last modified: 04 February, 2022, 03:22 pm

Related News

  • বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার ভাইরাল ভিডিও’র পেছনের কাহিনি
  • বিলাসবহুল ভবন, গলফ কোর্স ও ক্রিপ্টোকারেন্সি—মধ্যপ্রাচ্যে ট্রাম্প পরিবারের ব্যবসার দাপুটে বিস্তার
  • ক্রিয়েটিভ খাতে সৌদি নারীদের সহায়তা দিতে নতুন উদ্যোগ
  • সৌদি সফরে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি সই করলেন ট্রাম্প ও সৌদি যুবরাজ

অসুস্থ বাবার মৃত্যুর পর যেভাবে ক্ষমতা গ্রহণ করবেন মোহাম্মদ বিন সালমান 

মোহাম্মদ বিন সালমান হতে যাচ্ছেন রাজ পরিবারের নতুন প্রজন্মের প্রথম বাদশাহ। তাই তিনি উত্তরাধিকারী হিসেবে কাকে ঘোষণা করবেন, তার উপর বাড়তি আকর্ষণ থাকছেই। নিজের ছয় ভাইয়ের মধ্যে কাউকে ঘোষণা করতে পারেন, কিংবা ঘোষণা করতে পারেন রাজ পরিবারের অন্য অংশের কোনো মিত্রকে।
টিবিএস ডেস্ক
04 February, 2022, 11:15 am
Last modified: 04 February, 2022, 03:22 pm
কিং সালমানের সাথে প্রিন্স মোহাম্মদ বিন সালমান/ ছবি- গেটি ইমেজ

গত ৬৮ বছর ধরে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন আবদুল রহমান আল-সৌদের সন্তানেরা দেশটি শাসন করে করে এসেছেন।

আবদুল আজিজের ৩৪ পুত্রের মধ্যে সর্বশেষ পুত্র হিসেবে বর্তমানে ক্ষমতায় আছেন বাদশাহ সালমান।  ২০১৭ সালে তিনি নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে উত্তরাধিকারী হিসেবে বেছে নেন।

এরপর নামের আদ্যক্ষর অনুযায়ী এমবিএস (MBS) নামে পরিচিত ক্রাউন প্রিন্স মোহাম্মদই দেশটির প্রকৃত নেতা হয়ে উঠেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তার বাদশাহ হওয়ার পথে সম্ভাব্য সব প্রতিবন্ধকতাকেই দূর করেন তিনি। কারারুদ্ধ করেন আব্দুল আজিজের একমাত্র বেঁচে থাকা পুত্র যুবরাজ আহমেদকে।

এদিকে, সিংহাসন গ্রহণ করার পর থেকেই বাদশাহ সালমানের মৃত্যুর মৃত্যুর গুজব ছড়াতে শুরু করে কূটনীতিক এবং বিশ্লেষকদের মাঝে।

বাদশাহ ঠিক কতটা অসুস্থ, তা বাইরের কেউ জানেন না। তবে করোনা মহামারির প্রায় পুরোটুকু সময়ই মরুভূমির প্রাসাদে কাটানো ৮৬ বছর বয়সী সালমান এরমধ্যে যে দু-একবার জনসম্মুখে এসেছেন, তখন তাকে বেশ দুর্বল দেখিয়েছে।

সালমানের চেয়ে তার সন্তানের ক্ষমতাগ্রহণ অন্যরকম হবে। পূর্বের যেকোনো বাদশাহর চেয়েই এই ক্ষমতাগ্রহণ আলাদা হবে। কারণ বলা বাহুল্য, ৩৬ বয়সী এমবিএসের সিংহাসন-যাত্রা হবে বেশ দীর্ঘ।

সৌদি আরবের সাম্প্রতিক ইতিহাসে এমবিএসের মতো অল্প বয়সে কেউ ক্ষমতা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়নি।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সিংহাসনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমবিএস এবং তার অভিষেককে কীভাবে গ্রহণ করবে বিশ্ব।

তাৎক্ষণিক দাফন এবং কবরস্থানের চারপাশে স্নাইপার মোতায়েন

একজন সৌদি শাসকের মৃত্যুর পর তার উত্তরাধিকারীর ক্ষমতাগ্রহণ সাধারণত বেশ দ্রুত ও নির্বিঘ্নেই হয়।

সালমানের মৃত্যুর পরও নিয়ম মেনে বেশ কিছু প্রটোকল পালন করা হবে। এরমধ্যে প্রথমে, রাষ্ট্রায়ত্ত সৌদি প্রেস এজেন্সি বাদশাহর মৃত্যু ঘোষণা করবে এবং শেষকৃত্যের সময় ও অবস্থান জানাবে। সৌদি টিভি চ্যানেলগুলো তাদের স্বাভাবিক অনুষ্ঠানমালা স্থগিত করে জানাজা ও এর সঙ্গে সংযুক্ত কার্যাবলী সম্প্রচার করবে।

শরিয়া অনুযায়ী ব্যক্তির মৃত্যুর পর তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করাটাই নিয়ম। সৌদি রাজপরিবারও এই আইনের ব্যত্যয় করে না।

ছবি- এপি

২০১৫ সালের ২৩ জানুয়ারি যখন বাদশাহ আবদুল্লাহ মারা যান, তখন তার মৃতদেহ একটি সাধারণ কাপড়ে মুড়িয়ে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়। এবং সেদিনই ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা পড়ানো হয়।

২০০৫ সালে বাদশাহ ফাহাদ মারা যাওয়ার পর একই মসজিদের চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। কড়া সামরিক প্রহরায় তাকে দাফন করা হয়।

আল-ওদ কবরস্থানের চারপাশেও স্নাইপার নিয়োগ করা হয়। সাধারণত রাজ পরিবারের সদস্যদের সমাধিস্থ করা হয় রিয়াদের এই কবরস্থানেই।

রীতি অনুযায়ী শেষকৃত্য ও সমাধিস্থলে কোনো নারী ও অমুসলিম থাকে না।

এদিকে, রিয়াদে সরকারি কার্যালয়গুলো যথারীতি খোলা থাকে এবং পতাকাও নামানো হয় না। নতুন বাদশাহর প্রতি সমবেদনা জানিয়ে বায়াত শুরু হয়। বায়াত হচ্ছে নতুন সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশের অনুষ্ঠান, যেখানে শুভাকাঙ্ক্ষীরা তার হাত বা ডান কাঁধে চুমো দিয়ে অভিবাদন জানায়।

রাষ্ট্রীয় আইন অনুসারে, ৩৪ সদস্যের রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের (যেখানে আব্দুল আজিজের ৩৪ সন্তানের পরিবার প্রতিনিধিত্ব করে) আনুগত্য পেলেই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যান নতুন বাদশাহ।

২০১৭ সালে ক্রাউন প্রিন্স ঘোষিত হওয়ার পর ৩৪ জনের মধ্যে ৩১ জনেরই ভোট পেয়েছিলেন এমবিএস। তবে সেসময় আনুগত্য আদায়ের জন্য নিরাপত্তা কাউন্সিলের অনেক সদস্যকেই হুমকি-ধামকি দিয়েছিলেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, এই পাঁচ বছরে রাজ পরিবারের উপর বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এমবিএস। তাই নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে সবুজ বাতি পাওয়াটা শুধু সময়ের ব্যাপার বলেই মনে করছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে?

ছবি- সংগৃহীত

ইতিহাস বলছে, নতুন সৌদি বাদশাহর অভিষেক ঘটলে আঞ্চলিক ও বিশ্ব নেতারা তাকে অভিবাদন জানাতে রিয়াদেই উড়ে আসেন।

২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর খবর শুনেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভারত সফর সংক্ষিপ্ত করে সৌদি আরবের দিকে রওনা হন। তার সফরসঙ্গী হন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সিনেটর জন ম্যাককেইন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস।

একইভাবে সৌদি আরবের আরেক পশ্চিমা মিত্র যুক্তরাজ্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রিন্স চার্লস এবং সাবেক রাষ্ট্রদূত জেনকিন্সসহ একটি প্রতিনিধি দলকে পাঠায় রিয়াদে।

তবে এমবিএসের বেলায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলো এমন উষ্ণ অভিবাদন জানানোর সম্ভাবনা বেশ কম।

২০১৮ সালে সৌদি যুবরাজের নির্দেশে হওয়া জামাল খাসোগজি হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ২০২০ সালের নির্বাচনী প্রচারণায় বাইডেন সৌদি আরবকে 'একঘরে' করে দিবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বাইডেন প্রশাসন গত এক বছরে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক উষ্ণতা কিছুটা কমিয়েও এনেছে। তবে দীর্ঘদিনের মিত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো অবস্থায় নেই যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, বাদশাহ সালমানের মৃত্যু ওয়াশিংটনকে কিছুটা বেকায়দাতেই ফেলে দিবে।

তবে যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে। প্রস্তুত থাকবে এমবিএস প্রশাসনও। আঞ্চলিক মিত্রদের থেকে শুরু করে পশ্চিমা মিত্র, সবার সঙ্গেই সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাবে রিয়াদ।

বাদশাহ মোহাম্মাদের ক্রাউন প্রিন্স কে হবেন?

একজনকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেই সাধারণত সৌদি বাদশাহ তার রাজকার্য শুরু করেন।

এমবিএস হতে যাচ্ছেন রাজ পরিবারের নতুন প্রজন্মের প্রথম বাদশাহ। তাই তিনি উত্তরাধিকারী হিসেবে কাকে ঘোষণা করবেন, তার উপর বাড়তি আকর্ষণ থাকছেই।

নিজের ছয় ভাইয়ের মধ্যে কাউকে ঘোষণা করতে পারেন, কিংবা ঘোষণা করতে পারেন রাজ পরিবারের অন্য অংশের কোনো মিত্রকে।

সৌদি রাজ পরিবার/ ছবি- রয়টার্স

এমবিএসের শিশু সন্তানও আছে কয়েকজন। তবে তাদেরকে ক্রাউন প্রিন্স বানাতে পারবেন না তিনি।

২০১৭ সালে যখন এমবিএসকে ক্রাউন প্রিন্স করা হয়, তখন সৌদি রাজপরিবারের অনেক সদস্যই উদ্বিগ্ন হয়ে পড়েন। এতদিন সিংহাসন ভ্রাতা-সূত্রে পরিবর্তিত হতে থাকলেও, সামনে এটি উত্তরাধিকার সূত্রে  পরিবর্তিত হতে শুরু করবে উদ্বেগ প্রকাশ করেন তারা।

যে কারণে বাদশাহ সালমান নতুন এক আইন জারি করেন, যেটি অনুযায়ী এমবিএস তার সন্তানদের ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করতে পারবেন না।

তবে বিশ্লেষকরা বলছেন, এমবিএস কোনো ক্রাউন প্রিন্স ঘোষণা নাও করতে পারেন। কিংবা পরিবর্তন করে ফেলতে পারেন বর্তমান আইন।

এটি খুবই প্রত্যাশিত, ক্ষমতা গ্রহণের পর এমবিএস তার অনুগতদের নিয়ে কেবিনেট সাজাবেন, বসাবেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদগুলোয়। বাদশাহ সালমানও তাই করেছিলেন।

ক্ষমতা গ্রহণের সাথে সাথে সাবেক বাদশাহ আবদুল্লাহর দুই ছেলে, তুর্কি ও মিশালকে তাদের প্রাদেশিক সরকারের ভূমিকা থেকে সরিয়ে দেন সালমান। এবং তার ভাই যুবরাজ
মুকরিনকে নিযুক্ত করেন ক্রাউন প্রিন্স হিসেবে।

২০১৫ সালে মুকরিনকে সরিয়ে মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্সের পদ প্রদান করেন সালমান। কেন এই পরিবর্তন আনা হয়েছিল, তা জানা যায়নি।

২০১৭ সালে নায়েফকে সরিয়েই ক্রাউন প্রিন্স হন এমবিএস। এরপর থেকেই নায়েফকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কেন্দ্র করেই তৈরি হতে পারে এমবিএস-বিরোধী আন্দোলন।

ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই এমবিএস তার পথের কাঁটা সরাতে শুরু করেন এবং সহযোগীদের নিয়ে জোট গঠন করতে শুরু করেন। তাই ক্ষমতায় আরোহণ করার জন্য এমবিএস এখন বেশ ভালোভাবেই প্রস্তুত বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • সূত্র- ইনসাইডার 
     

Related Topics

টপ নিউজ

বাদশা সালমান / প্রিন্স / সৌদি আরব / সৌদি প্রিন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার ভাইরাল ভিডিও’র পেছনের কাহিনি
  • ১০০ কোটি টাকা বিনিয়োগে লোটো-র নতুন কারখানা উদ্বোধন, প্রায় তিনগুণ হবে উৎপাদনক্ষমতা
  • নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য: ফারুকী
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা আগেই জানিয়ে আমরা বিমান হারিয়েছি?
  • নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আবদুল্লাহ

Related News

  • বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার ভাইরাল ভিডিও’র পেছনের কাহিনি
  • বিলাসবহুল ভবন, গলফ কোর্স ও ক্রিপ্টোকারেন্সি—মধ্যপ্রাচ্যে ট্রাম্প পরিবারের ব্যবসার দাপুটে বিস্তার
  • ক্রিয়েটিভ খাতে সৌদি নারীদের সহায়তা দিতে নতুন উদ্যোগ
  • সৌদি সফরে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি সই করলেন ট্রাম্প ও সৌদি যুবরাজ

Most Read

1
বাংলাদেশ

বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার ভাইরাল ভিডিও’র পেছনের কাহিনি

2
অর্থনীতি

১০০ কোটি টাকা বিনিয়োগে লোটো-র নতুন কারখানা উদ্বোধন, প্রায় তিনগুণ হবে উৎপাদনক্ষমতা

3
বাংলাদেশ

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য: ফারুকী

4
আন্তর্জাতিক

‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা

5
আন্তর্জাতিক

জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা আগেই জানিয়ে আমরা বিমান হারিয়েছি?

6
বাংলাদেশ

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আবদুল্লাহ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net