ওমিক্রনের উপসর্গ দেখা দিলে সবার আগে যা করবেন

করোনাকে বাগে আনা গেছে বলে ধারণা করেছিল সবাই। কিন্তু সে ধারণা পাল্টে দিয়ে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে দ্রুতগতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত সপ্তাহে সারা বিশ্বে রেকর্ড ৯৫ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭১ শতাংশ।
বাংলাদেশেও গত কদিন ধরে বাড়ছে সংক্রমণের হার। এমন অবস্থায় কারও মধ্যে ওমিক্রনে সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে কী করা উচিত? এপিডেমোলজিস্ট ড. মাইকেল মিনা সিএনএনকে বলেন, ওমিক্রনের উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ কিছু পদক্ষেপ নেওয়া উচিত।
তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ওমিক্রনের লক্ষণ দেখা দিয়েছে মনে হলেই নিজেকে করোনা পজিটিভ ধরে নেবেন।'
আরেকটা ব্যাপার হলো, সাধারণ ঠান্ডা লাগা আর ওমিক্রনের উপসর্গের পার্থক্য খুবই সামান্য। তাই একমাত্র আরটিপিসিআর টেস্ট করলেই কেবল বোঝা সম্ভব, কোনটি কোভিড সংক্রমণ।
সম্প্রতি ন্যাশনাল জিয়োগ্রাফিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ জিল ওয়েদারহেড বলেছেন, 'এই সময়ে নিজেকে এবং অন্যদের বাঁচানোর একটাই উপায়—যেকোনো ধরনের উপসর্গ দেখলেই বাকিদের থেকে নিজেকে আলাদা করে ফেলা। এবং কোভিড পরীক্ষা করানো।'