করোনায় দেশে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু এবং ১৫ জনের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত দুজনই নারী। তাদের মধ্যে একজন ঢাকায় এবং অপরজন চট্টগ্রামে মারা গেছেন।
এই সময়ে ১৭৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ৮.৬২ শতাংশ। এখন পর্যন্ত মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.০৫ শতাংশ।
মোট সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ অপরিবর্তিত রয়েছে।
নতুন তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০২ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।
সম্প্রতি দেশে করোনার সংক্রমণ ফের কিছুটা বাড়ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে, দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।