হজের মৌসুমে অনুমতি ছাড়া গ্র্যান্ড মসজিদসহ অন্যান্য স্থানে প্রবেশে সৌদি সরকারের নিষেধাজ্ঞা

সোমবার থেকে শুরু হতে যাওয়া হজের মৌসুমে মক্কার গ্রান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, এসব স্থানে প্রবেশের চেষ্টা করলে তাকে ১০ হাজার রিয়েল (২,৬৬৬ ডলার) জরিমানা করা হবে।
মিনা, মুজদালিফাহ ও আরাফাহসহ হজের জন্য নির্ধারিত স্থানগুলোতে কেউ একাধিকবার প্রবেশের চেষ্টা করলে সেক্ষেত্রে তাকে দ্বিগুণ জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বছরের হজের মৌসুমে আরোপিত বিধি-নিষেধ মেনে চলার জন্য দেশটির নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। কেউ যাতে নিয়ম ভঙ্গ করতে না পারে ও নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তির বিধান নিশ্চিত করতে গ্রান্ড মসজিদসহ বাকি পবিত্র স্থানগুলোতে ও আশেপাশের সড়কে নিরাপত্তা বাহিনী নিয়োজিত আছে বলে জানানো হয়।