রবীন্দ্রসঙ্গীতের বিকৃতি: রবীন্দ্রভারতীর উপাচার্যের পদত্যাগ

বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসবে কয়েকজন তরুণ-তরুণী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা বিকৃত করে, নিজেদের বুকে-পিঠে অশ্লীল শব্দ লিখেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সূত্রপাত হয়। শুক্রবার এ নিয়ে থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

এই কাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজন এদিন ক্যাম্পাসে এসে ক্ষমা চেয়েছেন। এদিকে এ রকম বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।
রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসে বৃহস্পতিবার বসন্তোৎসব চলাকালে শাড়ি পরা কিছু তরুণীর পিঠে লেখা ছিল রবীন্দ্রসঙ্গীত 'সে-দিন দুজনে দুলেছিনু বনে'র কয়েকটি শব্দ- 'চাঁদ উঠেছিল গগনে'।
অশ্লীল শব্দ জুড়ে দিয়ে বিকৃত করা হয়েছিল গানটি। এর আগে, গত ডিসেম্বরে শান্তিনিকেতনের নন্দনমেলাতেও একই গান বিকৃতভাবে গাওয়ার অভিযোগ উঠেছিল।
এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে কবিগুরুর বিশ্বভারতীতে বসন্তোৎসব স্থগিত করা হয়েছে। আগামী বছরও এ উৎসব হবে কি না, সেই প্রশ্ন উঠেছে বিশ্বকবিকে অসম্মান করায়।