দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আট দিন পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ইউএনবির তথ্য মতে, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ তথ্য জানায়।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ভারতের ব্যবসায়ীরা বন্দরের ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ৪ অক্টোবর থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
যাত্রী চলাচলের বিষয়ে তিনি জানান, বৈধ পাসপোর্ট–ভিসাধারী যাত্রীরা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে পারবেন।
এদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা এমআর জামান বন্ধন জানান, বাংলাদেশে ঘোষিত সরকারি ছুটির বাইরে কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। ব্যবসায়ীরা চাইলে প্রয়োজনীয় শুল্ক পরিশোধ করে এ সময়েও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।