যুদ্ধবিরতি নিয়ে কেবিনেট বৈঠক করবেন নেতানিয়াহু

গাজার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য একটি যুদ্ধবিরতি কার্যকর করতে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রীদের সঙ্গে কেবিনেট বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে একথা জানা যায়।
অবশ্য, নেতানিয়াহু নিজে কেবিনেট বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কিন্তু, এর আগে বুধবার তিনি জানান, যুদ্ধবিরতি চালু করতে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তিনি শান্তি এবং নিরাপত্তার স্বার্থে লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার মার্কিন বার্তা সংস্থা সিএনএন হামাসের এক কর্মকর্তার বরাতে জানায়, "আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।" তারপরই আজ নেতানিয়াহুর কেবিনেট বৈঠকের কথা জানা গেল।
অন্যদিকে, ইসরায়লের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজায় তাদের পূর্ব নির্ধারিত প্রায় সকল লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দেশটির ওয়াইনেটনিউজ ডটকম সামরিক বাহিনীর এক বিবৃতি তুলে ধরে একথা জানায়।