মিয়ানমারে ইন্টারনেট বন্ধ

মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থানে প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। এরমধ্যেই ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের পর এবার ইন্টারনেট পরিসেবাই বন্ধ করে দেওয়া হয়েছে।
ইন্টারনেট অবসারভেটরি প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, দেশটিতে ইন্টারনেট ব্ল্যাক-আউট চলছে। বিবিসি'র মিয়ানমার শাখাও এ তথ্য নিশ্চিত করেছে।
মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের আটক করার কারণে সাধারণ জনগণের মধ্যে বিক্ষোভ ক্রমেই দানা বাঁধছে। দেশটির প্রধান ষর ইয়াঙ্গুনে 'সামরিক স্বৈরশাসকের পতন, পতন; গণতন্ত্রের জয়, জয়' বলে স্লোগান দিচ্ছেন জনতা।
জনসাধারণের জড়ো হওয়া ঠেকাতে ফেসবুক বন্ধ করে দেওয়ার একদিন পরইও টুইটার ও ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয়।

নির্বাচিত অং সান সু চি সহ বাকিদের মুক্তির দাবিতে শনিবারও রাস্তায় নেমে আসে দেশটির শিক্ষার্থী ও শ্রমিকরা। ইয়াঙ্গুনের রাস্তায় আন্দোলনকারীদের সমর্থনে গাড়ি ও বাসের হর্ন বাজিয়ে চলেছেন চালকরা। তারা তিন আঙ্গুলের স্যালুট প্রদর্শন করছিল - এই স্যালুট স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সারাবিশ্বেই বেশ জনপ্রিয়।
জনসাধারনকে সমর্থনের আহ্বান জানিয়ে পুলিশকে গোলাপ ফুল ও পানির বোতল দিয়েছেন আন্দোলনকারীরা।
- সূত্র: বিবিসি