মাত্র ১০ মিনিটেই শনাক্ত কোভিড-১৯

ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা করাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস বিমান সংস্থা। যার ফলাফল পাওয়া যাচ্ছে মাত্র ১০ মিনিটেই।
বুধবার তিউনিসিয়াগামী একটি বিমানের যাত্রীদের বিমানে ওঠার আগে এই পরীক্ষা করায় বিমান কর্তৃপক্ষ। দুবাইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এই কাজ পরিচালনা করছে এমিরেটস বিমান সংস্থাটি।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ৩-এর গ্রুপ চেক-ইন এলাকায় স্থাপন করা একটি টেস্টিং স্টেশনে সমস্ত যাত্রীদের রক্ত পরীক্ষা করা হয়।
আর এই পরীক্ষার ফলাফল পাওয়া যায় দশ মিনিটের মধ্যে। এভাবেই বিমানে প্রতিটি যাত্রী তোলার আগে পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
অতিরিক্ত সাবধানতা নিশ্চিত করতে অন্যান্য ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রেও এই পরিষেবাটি চালু করার পরিকল্পনা করছে বিমান সংস্থাটি।
এমিরেটস এর চিফ অপারেটিং অফিসার আদেল আল রেদা বলেন, "আমরা ভবিষ্যতে পরীক্ষার ক্ষমতা বাড়ানোর এবং এটি অন্যান্য ফ্লাইটগুলোতে প্রসারিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। এটি আমাদের তাৎক্ষনিক ফলাফল নিশ্চিত করতে যেমন সহায়তা করছে, আবার বিভিন্ন দেশের বিমানবন্দরে যে করোনা আক্রান্ত কি না, তার সার্টিফিকেট দিয়ে যাত্রীদেরও সহায়তা করছে।
দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের মহাপরিচালক হুমাইদ আল কুতামি এর সঙ্গে যোগ করে বলেন, 'বিমানবন্দরে যাত্রীদের ছেড়ে যাওয়ার জন্য দ্রুত কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার সফল বাস্তবায়নে এমিরেটসের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত'।
সংযুক্ত আরব আমিরাত করোনভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, তাই চেক-ইন এবং বোর্ডিং ধাপেও শনাক্তকরণ পদ্ধতিগুলো গ্রহণ করা হচ্ছে।
স্টাফ এবং যাত্রীদের সুরক্ষার জন্য চেক-ইন ডেস্কে প্রতিরক্ষামূলক নীরিক্ষা বুথ স্থাপন করা হয়েছে, এবং বিমানবন্দর এবং বোর্ডের আমিরাতের উভয় ফ্লাইটে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।
আর শুধু তাই নয়, ফ্লাইটে যাত্রীদের আসনের মধ্যেও সামাজিক দূরওের বিধিগুলো প্রয়োগ করা হচ্ছে।