বর্ষসেরা শব্দ খুঁজে পাচ্ছে না অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি

প্রতিবছর বহুল আলোচিত একটি শব্দকে বর্ষসেরা হিসেবে প্রকাশ করার ঐতিহ্য রয়েছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির (ওইডি) । তবে প্রায় শেষ হতে চলা ২০২০ সালে নির্দিষ্ট একটি শব্দকে সেরা নির্বাচন করতে পারেননি অভিধানটির কর্মকর্তারা। তার বদলে তুলে ধরা হয় বিভিন্ন মাস সেরা শব্দগুলোকে।
ওইডি কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ''২০২০ সালকে শুধুমাত্র একটি শব্দে যে প্রকাশ করা সম্ভব নয়, তা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। ইংরেজি ভাষাও খুব দ্রুত নতুন অনেক শব্দের স্বাভাবিক ব্যবহার গ্রহণ করছে, সেই অনুসারে দ্রুত ও ব্যাপক পরিবর্তনটাও লক্ষ্মণীয়।
'ওয়ার্ডস অব অ্যান আনপ্রেসিডেন্টেড ইয়ার' বা 'নজিরবিহীন বছরের শব্দমালা; শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়। শিরোনামে 'নজিরবিহীন' বিশেষণের ব্যবহার ছিল লক্ষ্মণীয়। এবছর বহু অনাকাঙ্ক্ষিত ঘটনায় এই শব্দটি ঘুরেফিরে আলোচনার কেন্দ্রে স্থান পায়।
''সত্যিই চলতি বছর নজিরবিহীন বটে, তবু করোনাভাইরাস সংশ্লিষ্ট অনেক শব্দ এবছর অনেক দ্রুতগতিতে ইংরেজি ভাষাভাষি জনগোষ্ঠীর শব্দকোষে স্থান করে নিয়েছে। অনেকক্ষেত্রে এটি দ্রুততার সঙ্গে আমাদের মূল ভাষার অংশ হয়েও উঠেছে, যা সত্যিই চমকপ্রদ এক ঘটনা,'' নিবন্ধে বলা হয়।
ইংরেজি ভাষি নানা দেশে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার প্রেক্ষিতে মাস অনুসারে একেকটি শব্দকে সেরা শব্দ নির্বাচন করা হয়েছে। যেমন জানুয়ারি সেরা ছিল 'বুশফায়ার' । ওই সময়েই অস্ট্রেলিয়া তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়। 'অ্যাক্যুইটাল' বা নিষ্কৃতি শব্দটি সেরা হয় গত ফেব্রুয়ারিতে। সে মাসেই ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শেষ হয়।
এরপর মার্চের পর থেকেই মহামারি সংক্রান্ত নানা শাব্দিক সংজ্ঞার প্রচলন বাড়তে থাকে। ইংরেজি ভাষায় যোগ হয় পায় কোভিড-১৯ নামের নতুন এক শব্দ। লকডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং আর রি-ওপেনিং শব্দগুলো হয়ে ওঠে নিত্যদিনের অংশ।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের সূত্রে জুনে 'ব্লাক লাইভস ম্যাটার' শব্দ তিনটির প্রচলন বাড়ে। এ আন্দোলন সংক্রান্ত অন্যান্য শব্দের মধ্যে ছিল 'ক্যানসেল কালচার' ও 'বাইপক' (BIPOC)। বাইপক আসলে কৃষ্ণাঙ্গ, আদিবাসী এবং অন্যান্য বর্ণের মানুষকে বোঝাতে সংক্ষেপে উচ্চারিত একটি রূপ।
মার্কিন নির্বাচনে ডাক যোগে দেওয়া ভোট নিয়ে আলোচনার কারণে আগস্টে বেশি আলোচনা হয় 'মেইল ইন ব্যালট' নিয়ে। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর বিতর্কিত নির্বাচন ঘিরে আবার বেড়েছিল 'বেলারুশিয়ান' শব্দটির কটাক্ষপূর্ণ প্রয়োগ।
সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার সকল নাগরিকের করোনাভাইরাস গণ-পরীক্ষা করার উদ্যোগ নেয়। এই পরিকল্পনার নাম দেওয়া হয় মুনশট- যা খুব দ্রুত মানুষের মুখে মুখে ভাষার অংশ হয়ে ওঠে। আর অক্টোবরে 'নেট জিরো' ও সুপারস্প্রেডার শব্দদুটি বেশি প্রচলিত ছিল।
২০৬০ সাল নাগাদ চীনা অর্থনীতিকে কার্বন নিঃসরণ শূন্য করার যে প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দিয়েছেন- তার প্রেক্ষিতে 'নেট জিরো' বেশি আলোচনা হয়। আর হোয়াইট হাউজে কোভিড-১৯ ছড়ানোর পর ট্রাম্পের বিরুদ্ধে সংক্রমণ ছড়ানোর সহযোগী অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠলে 'সুপার স্প্রেডার' শব্দটি প্রাধান্য পায়।
ইতোপূর্বে ২০১৯ সালে 'ক্লাইমেট ইমারজেন্সি' ও ২০১৮ সালে 'টক্সিক' শব্দ দুটিকে বছরের সেরা শব্দের স্বীকৃতি দিয়েছিল ওইডি।
- সূত্র: সিএনএন