‘পার্মাক্রাইসিস’ কলিন্স ডিকশনারির বর্ষসেরা শব্দ, জেনে নিন অর্থ

কলিন্স ডিকশনারির ২০২২ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে 'পার্মাক্রাইসিস'। খবর বিবিসির।
পার্মাক্রাইসিস (Permacrisis) শব্দের মানে হলো যুদ্ধ, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সময় বা কাল।
নতুন দশকের বয়স মাত্র দুই পেরোচ্ছে। অথচ এর মধ্যেই দীর্ঘ মহামারি, ইউক্রেন যুদ্ধ, ভীষণ বৈরী জলবায়ু, বৈশ্বিক মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, দেশে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতির সুবাদে দশকটি দেখে ফেলেছে ভীষণ ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক সময়। তাই স্বভাবতই চলমান অস্থির এই সময়ের প্রতিফলন পড়েছে কলিন্স ডিকশনারির এ বছরের সেরা শব্দে।
কলিন্স শব্দটির সংজ্ঞা দিয়েছে এভাবে—'অস্থিতিশীলতা ও অনিরাপত্তার এক প্রলম্বিত কাল'।
কলিন্স লার্নিংয়ের প্রধান অ্যালেক্স বিক্রফট এএফপিকে বলেন, '২০২২ সাল বহু মানুষের জন্য সত্যিকার অর্থেই কতটা জঘন্য গেছে, তা-ই ফুটে উঠেছে পার্মাক্রাইসিসে।'
'কিয়েভ', (Kyiv) 'স্পোর্টসওয়াশিং' (sportswashing) ও 'পার্টিগেট'-এর (partygate) মতো শব্দগুলোকে পেছনে ফেলে বর্ষসেরা শব্দের জায়গা দখল করেছে 'পার্মাক্রাইসিস'।
বিক্রফট আরও বলেন, 'আমাদের সমাজ ও বাকি বিশ্বে যা ঘটছে, তার দর্পণ হতে পারে ভাষা, আর এই বছরটা একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।'
তিনি বলেন, 'আমাদের এ বছরের তালিকা বিশ্বের বর্তমান অবস্থারই প্রতিফলন—খুব বেশি ভালো খবর নেই।'
কলিন্সের অভিধান-সঙ্কলকরা বলেছেন, এবারের সেরা শব্দগুলোর কয়েকটি বিশ্বজুড়ে চলমান সংকটগুলোর সঙ্গে যুক্ত। এই যেমন, কিয়েভের রাশিয়ান বানানের ( Kiev) বদলে পশ্চিমা বানান (Kyiv) সেরা দশে চলে আসাটা ইউক্রেনের পক্ষে ব্রিটেনের সমর্থনকে তুলে ধরছে।
৮০০ কোটি শব্দ ঘেঁটে সেরা শব্দের এই তালিকা তৈরি করা হয়েছে।
পার্মাক্রাইসিস কলিন্সডিকশনারি ডটকমে নতুন ঠাঁই পাওয়া শব্দ। এর সঙ্গে আরও পাঁচটি শব্দ ঠাঁই পেয়েছে।
কলিন্স ডিকশনারির সেরা দশ শব্দের তালিকায় স্থান করে নিয়েছে 'কোয়ায়েট কুইটিং'ও (Quiet quitting)।
এই শব্দবন্ধটির অর্থ হলো, 'নিয়োগদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা কর্মজীবনে ভারসাম্য আনার অংশ হিসেবে কর্মক্ষেত্রে ন্যূনতম কাজ করা'।
কলিন্স ডিকশনারির এ বছরের সেরা ১০ শব্দ ও শব্দবন্ধ
ক্যারোলিয়ান (Carolean): গ্রেট ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের তৃতীয় চার্লস ও তার শাসনকাল-সংক্রান্ত।
কিয়েভ (Kyiv): দিনিপ্রো নদীর তীরে অবস্থিত ইউক্রেনের রাজধানী।
লফেয়ার (Lawfare): প্রতিপক্ষকে ভয় দেখাতে বা বাধা দিতে আইনি পদক্ষেপের কৌশলগত ব্যবহার
পার্টিগেট (Partygate): জনস্বাস্থ্যগত বিধিনিষেধ উপেক্ষা করে ২০২০ ও ২০২১ সালে ব্রিটিশ সরকারি কার্যালয়ে অনুষ্ঠিত উৎসব-সংক্রান্ত রাজনৈতিক কেলেঙ্কারি
পার্মাক্রাইসিস (Permacrisis): যুদ্ধ, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সময় বা কাল।
কোয়ায়েট কুইটিং (Quiet quitting): নিয়োগদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ অথবা কর্মজীবনে ভারসাম্য আনার অংশ হিসেবে কর্মক্ষেত্রে ন্যূনতম কাজ করা।
স্প্লুটিং (Splooting): পেটের ওপর ভর দিয়ে, দুই পা ছড়িয়ে শুয়ে থাকা।
স্পোর্টসওয়াশিং (Sportswashing): ক্ষুণ্ণ সুনাম পুনরুদ্ধারে অথবা কোনো বিতর্কিত কাজ থেকে মানুষের নজর সরাতে কোনো খেলাধুলার আসরকে স্পন্সর করা বা ওই আসরের প্রচারণা চালানো।
ভাইব শিফট (Vibe shift): প্রচলিত কোনো সাংস্কৃতিক আবহ বা ট্রেন্ডে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
ওয়র্ম ব্যাংক (Warm bank): উষ্ণ ভবন; যাদের নিজেদের ঘর গরম রাখার সামর্থ্য নেই, তারা এখানে গিয়ে থাকতে পারেন।
উল্লেখ্য, গত বছর অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ ছিল 'ভ্যাক্স'।