ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান

চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই সামরিক ভাবে আরও শক্তিশালী হচ্ছে ভারত। কেননা আগামী ২৯ জুলাইয়ের মধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিচ্ছে, ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ (২৭ জুলাই, সোমবার) ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে তৈরি পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। ফ্রান্সের মেরিগনেক থেকে বিমানগুলো উড়বে। খবর এনডিটিভির।
ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা ডেসল্ট এভিয়েশন তৈরি করেছে রাফায়েল। আগামী বুধবার হরিয়ানা রাজ্যের আম্বালায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ অবতরণস্থলে এই যুদ্ধবিমানটি অবতরণ করবে। ফ্রান্স থেকে বিমানটির যাত্রা শুরু হওয়ার পর সেটি প্রায় ১০ ঘণ্টা উড়ান দিয়ে অবতরণ করবে সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে আবার পরের দিন হরিয়ানার আম্বালার উদ্দেশে যাত্রা শুরু করবে সেটি।
দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশা, রাফায়েল বিমান বাহিনীর শক্তি বাড়ালে চীন সতর্ক হবে। রাফায়েলের প্রথম চালানটি ভারতে এসে পৌঁছলেই সেগুলোকে ৭ দিনের মধ্যে লাদাখে মোতায়েন করতে পারে দেশটির কেন্দ্রীয় সরকার। যেখানে স্বাভাবিকভাবে মাস ছয়েক সময় লাগার কথা একটি যুদ্ধবিমানকে আরেকটি স্থানে মোতায়েন করতে। কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেটিকে লাদাখে ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন সম্মুখসারির ঘাঁটিতে মোতায়েন করা হতে পারে।
রাফায়েল ভারতীয় বিমান বাহিনীর ১৭ তম স্কোয়াড্রন 'গোল্ডেন অ্যারোস' -এর অংশ হবে। ফ্রান্স থেকে সংযুক্ত আরব আমিরাতে অবতরণের পর ফের ভারতের উদ্দেশে যাত্রা করার সময় রাফায়েলের সঙ্গে ২ জন এয়ার রিফুয়েলারও আসবেন। রাফায়েল চালানোর প্রশিক্ষণ নেওয়া ভারতীয় বিমান চালকরাই আমিরাত থেকে বিমানটি ভারতে উড়িয়ে নিয়ে আসবেন। ২৯ জুলাই, রাফায়েল যুদ্ধবিমানটি আনুষ্ঠানিকভাবে আম্বালায় ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হবে।
অত্যাধুনিক যুদ্ধবিমানটি বায়ু থেকে বায়ুতে ১৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম। তাই এটি সীমান্ত এলাকা অতিক্রম না করেও শত্রু দেশের বিমান ধ্বংস করতে পারবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, চীন বা পাকিস্তানের কাছে এমন অত্যাধুনিক কোনও যুদ্ধবিমান নেই।