পৃষ্ঠা উল্টাতে মুখের লালা নয়: উত্তর প্রদেশ সরকার

ভারতের উত্তর প্রদেশে এক আদেশ জারি করেছেন মুখ্য উন্নয়ন কর্মকর্তা (সিডিও)- সরকারি অফিসগুলোতে ফাইল আর কাগজপত্র উল্টাতে আঙ্গুলের মাথায় লালা ব্যবহার করা যাবে না।
এতে করে সংক্রামক রোগের বিস্তার রোধ করা সম্ভব হবে বলে এই আদেশ জারি করেন রায়বেড়লির সিডিও অভিষেক গোয়েল।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
এই আদেশে বলা আছে, 'পর্যবেক্ষণ করা হয়েছে যে সরকারি অফিসে অফিসার ও কর্মচারীরা ফাইলের পৃষ্ঠা উল্টাতে লালা ব্যবহার করেন। এতে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে।
'সুতরাং, সংক্রামক রোগ এড়াতে ফাইলের পৃষ্ঠা উল্টানোর জন্য সমস্ত জেলা পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাকে পানির স্পঞ্জ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হলো।'
এ ব্যাপারে সম্মতি নিশ্চিতকরণ করে কমপ্লায়েন্স রিপোর্টটি আগামী তিন দিনের মধ্যে সিডিও অফিসে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।