পরিস্থিতি আরও খারাপ হওয়ার সতর্কবার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চিঠিতে ভাইরাসের বিস্তার রোধে বরিস জনসন আরও কঠোর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন। গত শনিবার প্রতিটি ব্রিটিশ পরিবারকে পাঠানো চিঠিতে তিনি পরিস্থিতি অবনতির আশঙ্কাও করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেও করোনায় আক্রান্ত। এই অবস্থায় তিনি নিজেকে আইসোলেশনে রেখেছে। শনিবার তার পাঠানো চিঠির সাথে প্রত্যেক ব্রিটিশ নাগরিককে, বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত সরকারি নিয়মকানুন এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেটও দেয়া হয়েছে।
সরকারি নির্দেশনার স্পষ্টতা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হলো।
ব্রিটেনে শনিবার নাগাদ আরও ২৬০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা পৌঁছেছেএখন ১,০১৯ জনে।