তালেবানের হাতে ১৮তম প্রাদেশিক রাজধানীর পতন, আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা যুক্তরাজ্যের

আফগানিস্তানের ১৮তম প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান। আঠারোতম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশের রাজধানী কালাতের পতন ঘটেছে তালেবানের হাতে।
শহরটির কাউন্সিল চিফ আত্তা জান হাকবায়ান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, কালাতের কর্মকর্তারা নিকটবর্তী সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
এর আগে চব্বিশ ঘণ্টার মধ্যে হেরাত, কান্দাহার এবং লস্করগাহ দখল করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
এখন পর্যন্ত তালেবান নিয়ন্ত্রিত শহর হলো—জাবুলের রাজধানী কালাত, তাখারের রাজধানী তালুকান, কুন্দুজের রাজধানী কুন্দুজ, সার-ই-পুলের রাজধানী সার-ই-পুল, সামানগানের রাজধানী আইবাক, জওজানের রাজধানী শেবেরগান, বাগলানের রাজধানী পল-ই-খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ, নিমরোজের রাজধানী জারাঞ্জ, বাদাখশানের রাজধানী ফৈজাবাদ, গজনি প্রদেশের রাজধানী গজনি, হেরাতের রাজধানী হেরাত, কান্দাহারের রাজধানী কান্দাহার, হেলমান্দের রাজধানী লস্কর গাহ, উরুজগানের রাজধানী টেরেনকোট, লোগারের রাজধানী পুল-ই-আলম, ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ, বাদঘিসের রাজধানী কালা-ই নাও।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে ডাচ সরকার জানিয়েছে, তাদের কাবুল দূতাবাস বন্ধ করে দিতে হতে পারে। নেদারল্যান্ডস সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, ডাচ দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিবেশীদের সীমান্ত খোলা রাখার অনুরোধ জাতিসংঘের:
এই টালমাটাল পরিস্থিতিতে আফগানিস্তানের প্রতিবেশীদের সীমান্ত খোলা রাখার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, দেশটিতে খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএফপি। এরকম খাদ্য সংকট চলতে থাকলে আফগানিস্তানে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
কাবুলে ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র:
কাবুলের মার্কিন দূতাবাসের কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ কাজে সহায়তার জন্য সেখানে ৩ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কার্বি এক সংবাদ সম্মেলনে বলেন, অতিরিক্ত এই সেনাদের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে মোতায়েন করা হবে। এ সেনাদলে মেরিন ও আর্মির সদস্যরা থাকবে বলে জানান তিনি।
কাবুলের মার্কিন দূতাবাস গতকাল বৃহস্পতিবার ফের আমেরিকান নাগরিকদের আফগানিস্তান ছাড়তে অনুরোধ করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল বৃহস্পতিবার সকালে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছেন। আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা সমন্বয় করা নিয়ে আলোচনা করেন তারা।
- সূত্র: আল জাজিরা