করোনা ভাইরাস: সৌদি আরবে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সৌদি শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সোমবার থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজের।
বন্ধ ঘোষণা করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-সব সরকারি ও বেসরকারি স্কুল, ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।
তবে শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য স্কুল ও কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সৌদি শিক্ষামন্ত্রী হামিদ বিন মোহাম্মদ আল শেখ বলেছেন, স্কুল ও কলেজ বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। করোনাভাইরাসের প্রাদুর্ভার একটু কমে গেলেই সব স্বাভাবিক গতিতে চলবে।
সৌদির নতুন আক্রান্তদের মধ্যে থাকা মার্কিন পর্যটককে সোমবার রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনের মধ্যে একজন সৌদি নাগরিক ও অপর দুই জন বাহরাইনের নাগরিক দুই নারী। আক্রান্ত সৌদি কাতিফে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গিয়ে ভাইসরাটিতে সংক্রমিত হন আর ওই দুই নারী ইরাক থেকে সৌদি আরবে আসার পর তাদের সংক্রমণ ধরা পড়ে।
দেশটির বিনোদন কর্তৃপক্ষ সোমবার রিয়াদ বুলেভার্ড ও উইন্টার ওয়ান্ডারল্যান্ড বন্ধ ঘোষণা করেছে।
সৌদি আরবের বৃহত্তম ক্রীড়া ইভেন্ট বলে ঘোষিত 'সৌদি গেমস' ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে।
রোববার সৌদি আরব বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতের সঙ্গে ল্যান্ড ক্রসিংয়ে বাণিজ্যিক ট্রাকের চলাচল সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি দেশটির তিনটি বিমানবন্দরে যাত্রীদের আগমণও সীমিত করেছে।
সৌদির প্রতিবেশী কাতারে ১৫ জনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার থেকে ১৪টি দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
ইতালি ও ফিলিপিন্স ভ্রমণ করে আসা এক মার্কিন নাগরিকসহ নতুন করে চার জনের দেহে সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।
এর আগে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতংকে ইতালিতে সব স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেশটির সরকার।