করোনা ঠেকাতে কলকাতা পুলিশের অভিনব পদ্ধতি

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে পুরো ভারত লকডাউন করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবু জরুরি ও নিত্যপণ্যের চাহিদা মেটাতে ফার্মেসি, মুদি দোকান ও কাঁচা বাজার খোলা রাখা হয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব মেনে হাঁটা-চলার জন্য বারবার বলা হলেও দোকানগুলোতে গিয়ে সবাই ভিড় করছেন। সেকারণে কলকাতা পুলিশ একটি অভিনব পদক্ষেপ নিয়েছে।
দোকানে আগত ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দোকানের বাইরে প্রতি এক মিটার দূরত্বে চক দিয়ে একটি করে বৃত্ত একে দিচ্ছে পুলিশ। ক্রেতারা ওই বৃত্তের মধ্যে দাঁড়াবেন। সামনের ক্রেতার কেনা শেষ হলে পরের জন একটি বৃত্ত এগিয়ে যাবেন। এভাবে নির্ধারিত দূরত্ব বজায় রেখে বৃত্তের লাইন করে দেওয়া হচ্ছে।

কলকাতা পুলিশ এই বৃত্তের নাম দিয়েছে 'সুরক্ষা রেখা'।
কলকাতার ট্যাংরা এলাকা, গুরুদাস দত্ত গার্ডেন লেন, ফুলবাগান, নারকেলডাঙা, পাটুলি, গোবিন্দ খটিক রোডে এমন চিত্র দেখা গেছে বলে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। করোনা মোকাবিলায় পুলিশের এমন উদ্যোগে খুশি ক্রেতারাও।

এ বিষয়ে কলকাতা পুলিশের উপকমিশনার (পূর্ব শহরতলি) অজয় প্রসাদ বলেন, "করোনা সংক্রমণ রুখতে দূরত্ব বজায় রাখা উচিত। আমরা ক্রেতাদের ভা্লোর জন্যই এটা করছি। সাধারণ মানুষের সহযোগিতা পেলে তবেই করোনা মোকাবিলায় এগোতে পারব।"