ইতালির পিৎজা, রোমানিয়ার ড্রাকুলা- অলিম্পিকে আপত্তিকর পরিচিতি তুলে ধরায় বিতর্ক

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো ও চমৎকার। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত অ্যাথলেটদের স্ফীতিশীল পেশীসমৃদ্ধ শরীর, গর্বভরে মঞ্চে হেঁটে যাওয়ার দৃশ্য দেখাটাও যেন আনন্দদায়ক।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের খেলোয়াড়দের আগমনের সঙ্গে সঙ্গে সেই দেশ সম্পর্কিত কিছু ঘটনা বলার মাধ্যমে দর্শকদের আরও জানার সুযোগ করে দেয়া হয়; বিশেষত যেসব ঘটনা মানুষের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত। কিন্তু জ্ঞানের সেই শূন্যস্থান পূরণ করতে গিয়ে দারুণভাবে ব্যর্থ হয়েছে এক দক্ষিণ কোরীয় সম্প্রচার প্রতিষ্ঠান। একাধিক দেশের ক্ষেত্রেই তারা প্রথাগত উদাহরণ দিয়েছেন কিংবা আপত্তিকর মন্তব্য তুলে ধরেছেন।
হাইতির অ্যাথলেট যখন মঞ্চে হেঁটে যাচ্ছিলেন, তখন দক্ষিণ কোরিয়ার এমবিসি নেটওয়ার্কের পোস্ট করা ক্যাপশন পর্দায় ভেসে ওঠে- "প্রেসিডেন্টকে হত্যা করার ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখন অন্ধকারাচ্ছন্ন।"
সিরিয়ান অ্যাথলেটের প্রবেশের সাথে সাথে ক্যাপশনে বলা হয়-"খনিজ সম্পদে ভরপুর; দশ বছর ধরে চলছে গৃহযুদ্ধ।"
এমবিসি'র আরেক ক্যাপশনে মার্শাল আইল্য্যান্ড সম্পর্কে বলা হয়- "একসময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষাকেন্দ্র ছিল।" আবার ইউক্রেনের অ্যাথলেট কুচকাওয়াজে অংশগ্রহণের সময় এমবিসি চেরনোবিল বিপর্যয়ের একটি ছবি দেখায়, যা ছিল বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা।
অন্যদিকে ইতালি কুচকাওয়াজে প্রবেশের সময় পর্দায় ভেসে ওঠে পিজ্জার ছবি। নরওয়ের ক্ষেত্রে দেখানো হয় স্যালমন ফিলেট। রোমানিয়া দলের জন্য শেষ পর্যন্ত ড্রাকুলার ছবিই দেখিয়ে দেয় এমবিসি নেটওয়ার্ক। এল সালভাদর- এ যেখানে বিটকয়েন একটি বৈধ টেন্ডার, সেখানে তাদের ক্ষেত্রে দেখানো হয়েছে ক্রিপ্টোকারেন্সির ছবি।
অলিম্পিকের মতো আসরে এমবিসি নেটওয়ার্কের এসব অমার্জনীয় ভুলের কারণে অনলাইন জগতে উঠেছে সমালোচনার ঝড়। এক দক্ষিণ কোরীয় টুইটার ব্যবহারকারী টুইট করেছেন- "বাহ এমবিসি! এখন যদি কেউ দক্ষিণ কোরিয়াকে 'সিউল ফেরি বিপর্যয়" এর দেশ হিসেবে আখ্যা দিত; তখন কেমন লাগতো?'
এই ইস্যুকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দেশসমূহ ও দর্শকদের কাছে শনিবার আনুষ্ঠানিভাবে ক্ষমা প্রার্থনা করেছে এমবিসি নেটওয়ার্ক।
এমবিসি তাদের বিবৃতিতে বলে, "ছবি ও ক্যাপশনগুলো আসলে দর্শকদের সেই দেশগুলো সম্পর্কে বুঝার সুবিধার জন্য। কিন্তু আমরা স্বীকার করছি যে এ ব্যপারে আমাদের গাফিলতি ছিল এবং সঠিকভাবে পর্যালোচনার অভাব ছিল। এটা সত্যিই একটা অমার্জনীয় অপরাধ।"
নিজেদের সম্পাদনা প্রক্রিয়ার পূর্ণ রিভিউ করার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি; এবং আগামীতে কোনো অলিম্পিকে তারা এ ধরনের ভুল করবে না বলে আশ্বাস দিয়েছে।
এদিকে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের প্রবেশ সম্প্রচারের সময় চীনের অসম্পূর্ণ মানচিত্র দেখানোয় আমেরিকান নেটওয়ার্ক এনবিসি'র সমালোচনা করেছেন নিউইয়র্কে নিয়োজিত চীনের কনস্যুলেট জেনারেল।
এনবিসি'র এই কাজের ফলে অত্যন্ত বাজে প্রভাব পড়েছে এবং চীনা জনগণের আবেগ ও মর্যাদাহানি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন কনস্যুলেটের মুখপাত্র।
এনবিসি'র প্রচারিত মানচিত্রে তাইওয়ান এবং দক্ষিণ চীন সমুদ্রকে অন্তর্ভুক্ত করা হয়নি। সিএনএনকে এনবিসি জানিয়েছে, এ ব্যাপারে তারা এখনই কোনো মন্তব্য করতে রাজি নয়।
সূত্র- সিএনএন