আন্তর্জাতিক নারী দিবসে ভারতের আদালতে এক মামলার সব বিচারকই নারী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্টে একটি মামলার বিচারকার্য পরিচালনা করবেন তিনজন নারী বিচারপতি।
উপমহাদেশের অন্যতম প্রাচীন এই আদালতটির ইতিহাসে এই প্রথম কোনো মামলার শুনানিতে তিনজন নারী বিচারপতির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠন করা হয়েছে।
বিচারপতি পুষ্পা সত্যনারায়ণ, বিচারপতি আনিতা সুমান্থ ও বিচারপতি পি টি আশা এর সমন্বয়ে এই বেঞ্চ গঠন করেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি এ পি শাই।
তামিলনাড়ুর সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 'এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স আইন' সংক্রান্ত একটি মামলার শুনানিতে উপস্থিত থাকবেন এই তিন নারী বিচারপতি।
মাদ্রাজ হাইকোর্টে বর্তমানে ৫৫ জন বিচারপতির মধ্যে ৯ জন নারী। এর আগে কোনো কোনো মামলার পূর্ণাঙ্গ বেঞ্চে পুরুষ বিচারপতির চেয়ে নারী বিচারপতির সংখ্যা বেশি ছিল। তবে পূর্ণাঙ্গ বেঞ্চে তিনজন নারী বিচারপতির উপস্থিতি এটাই প্রথম। এই আদালতে গতবছর একটি মামলার শুনানিতে বিচারপতি শিভাগনানাম এর সঙ্গী হন দুই নারী বিচারপতি বি ভবানি সুভ্যরয়ান এবং বিচারপতি পি টি আশা।