লিটারে ৩৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছে।
এছাড়া বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ৩৭ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে তেল বিক্রয়কারী কোম্পানিগুলোর সঙ্গে এক সভায় এই নতুন মূল্য ঠিক করা হয়।
গত ২০ মার্চ ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার বোতলজাত তেলের দাম কমিয়ে লিটারপ্রতি ১৬০ টাকা ও খোলা তেলের দাম ১৩৬ টাকা করে।
নতুন দর অনুসারে ৫ লিটার সয়াবিন তেলের বোতল এখন থেকে বিক্রি হবে ৯৮৫ টাকায়, যার পূর্বমূল্য ছিল ৭৬০ টাকা।
এছাড়া খোলা পাম অয়েলের দামও প্রতি লিটারে ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭২ টাকা করা হয়েছে।
সয়াবিন তেলের নতুন এই দাম শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে।