ডলার সংকটে চাল, গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না: এনবিআর চেয়ারম্যান

ডলার সংকটের কারণে চাল ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বিল পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেছেন, 'চাল বা ফুয়েল এগুলো না হলে তো দেশ চলবে না। এগুলোর বিল পর্যন্ত দিতে পারছে না বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন ব্যাংকিং সেক্টরে কি ধরনের অরাজকতা ছিল।'
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভায় ডায়মন্ড আমদানিতে উচ্চ শুল্কের প্রসঙ্গ তুলে তা সহজ করার দাবি জানালে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
আবদুর রহমান খান বলেন, 'ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন সরকারও এই ধরনের রেস্ট্রিকশন তুলে নেবে।'
সভায় জুয়েলারি শিল্পের নেতারা জুয়েলারির ওপর থেকে বিদ্যমান কর ও ভ্যাট হার কমানোর প্রস্তাব দেন। একইসঙ্গে দেশব্যাপী যেসব স্বর্ণ ব্যবসায়ী ভ্যাটের আওতার বাইরে আছেন, তাদের ভ্যাটের আওতায় আনার পরামর্শ দেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান জুয়েলারি আমদানির ক্ষেত্রে ব্যাগেজ রুলসে সংশোধন আনা হবে বলে জানান। সেই সঙ্গে অগ্রিম আয়কর বসানোর বিষয়েও ইঙ্গিত দেন তিনি।