ছয় মাসে বিকাশের মুনাফা ৩৮ কোটি টাকা

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি বিকাশ লিমিটেড চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮ কোটি টাকা মুনাফা করেছে।
এর আগের বছর একই সময়ে কোম্পানিটির ৪২ কোটি টাকা লোকসান ছিল।
যদিও জানুয়ারি-জুন পর্যন্ত অর্ধবার্ষিকে কোম্পানিটি এখনও পরিচালন লোকসানে রয়েছে। মূলত বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে থাকা আমানত থেকে সুদ আয় বৃদ্ধি পাওয়ায় বিকাশকে মুনাফায় ফিরতে সহায়তা করেছে।
এছাড়া, প্রথমার্ধে কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,০৩১ কোটি টাকা হয়েছে। তবে এমএফএস কোম্পানিটির পরিচালন ও প্রশাসনিক এবং কমার্শিয়াল ব্যয় অনেক বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও পরিচালন মুনাফায় আসতে পারেনি।
এদিকে বিকাশ ডিজিটাল ব্যাংক লাইসেন্স পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে যাচ্ছে। কোম্পানিটি বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি নামে ডিজিটাল ব্যাংক চালু করতে চায়। আর এই ব্যাংকে ব্র্যাক ব্যাংকও বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়।
ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ বাংলাদেশে এমএফএস ব্যবসা পরিচালনা করছে।