তিন মাসে ১৩২ কোটি টাকা মুনাফা করেছে বিকাশ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ১৩১.৮৮ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ বেশি।
বিকাশের আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট রাজস্ব দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
এর আগে ২০২৪ সালেও বিকাশ রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জন করেছে, যা প্রথমবারের মতো ৫,০০০ কোটি টাকা ছাড়ায়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সর্বকালের সর্বোচ্চ মুনাফা ৩১৫.৭৭ কোটি টাকাও অর্জন করে।
বিকাশ- এ ৫১ শতাংশ শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি ১৬.৪৫ শতাংশ, আলিপে সিঙ্গাপুর ই-কমার্স ১৪.৮৭ শতাংশ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ১০.৩৬ শতাংশ এবং এসভিএফ টু বিইএএম (ডিই) এলএলসি ৭.৩২ শতাংশ শেয়ার ধারণ করে।
বর্তমানে বিকাশের প্রায় ৮ কোটি গ্রাহক এবং ৩.৫০ লাখ এজেন্ট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।