২০২০ অর্থবছরে জাপান থেকে সবচেয়ে বেশি উন্নয়ন সহযোগী ঋণ পেয়েছে বাংলাদেশ

জাপানের ২০২০ অর্থবছরে (এপ্রিল ২০২০- মার্চ ২০২১) দেশটির সবচেয়ে বড় বৈদেশিক উন্নয়ন সহযোগী ঋণ বা ইয়েনভিত্তিক ওডিএ লোন পেয়েছে বাংলাদেশ।
গত বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি'র মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়।
জাপান সরকার তাদের ২০২০ অর্থবছরে বাংলাদেশকে ৩,৭৩,২৪৭ মিলিয়ন জাপানি ইয়েন বা ৩,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ দেয়।
মোট ঋণের মধ্যে ছিল নানান প্রকল্পের ঋণ এবং কোভিড-১৯ মহামারি থেকে উত্তরণে দেওয়া অর্থ সহায়তা।
ভার্চুয়াল বৈঠকে ইআরডি সচিব ও জাপানি রাষ্ট্রদূত উভয়েই জাপানের ওডিএ বা ইয়েন লোন পোগ্রামের আওতায় ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও মত-বিনিময় করেন বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার দেশের বলিষ্ঠ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তার প্রতিক্রিয়ায় জাপানের ধারাবাহিক সমর্থনের ব্যাপারটির প্রশংসা করেন ইআরডি সচিব।
জাপান সরকারের প্রতি আরও ছয়টি প্রকল্পকে দেশটির ২০২১ অর্থবছরের ৪২তম ইয়েন লোন প্যাকেজের আওতাভুক্ত করার অনুরোধ করেন সচিব ফাতিমা ইয়াসমিন।
যে ছয়টি প্রকল্পের ব্যাপারে সহায়তা চাওয়া হয়েছে সেগুলো হলো; ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-১, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬, মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প (দ্বিতীয় দফা), দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন বিষয়ক নীতি প্রণয়নে ঋণ।