Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 14, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 14, 2025
ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব ঘিরে করোনার পর আবারও চাঙা বাণিজ্য

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
13 February, 2021, 09:15 am
Last modified: 13 February, 2021, 11:44 am

Related News

  • ভালোবাসার মানুষের হাত ধরার অনুভুতি কেন এত শক্তিশালী?
  • জীবন ও প্রেম কোনোটাই আদতে রূপকথা নয়
  • ভ্যালেন্টাইনস ডে: রোমানদের আনন্দ উৎসব নাকি ধর্মযাজকের মৃত্যুর স্মরণ!
  • নবজীবনের জয়গান নিয়ে এলো পহেলা ফাল্গুন, রাজধানীতে চলছে উদযাপন 
  • রোমান উৎসব নাকি মৃত্যুদণ্ড উদযাপন- ভালোবাসা দিবসের উৎপত্তি আসলে কীভাবে?

ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব ঘিরে করোনার পর আবারও চাঙা বাণিজ্য

সব মিলিয়ে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হবে এবারের ভ্যালেনটাইনস ডে তে, যা নতুন করে প্রাণ দিয়েছে দেশের ব্যবসা খাতকে। শুধু ভ্যালেন্টাইনসে অন্তত ৫০০ কোটি টাকার অলংকার বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
আব্বাস উদ্দিন নয়ন
13 February, 2021, 09:15 am
Last modified: 13 February, 2021, 11:44 am
  • দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন
  • করোনার ধাক্কা সামলে নতুন ডিজাইন এনেছে দেশীয় সব ব্র্যান্ড
  • পোশাক-জুতায় ১০০০ কোটি টাকা বিক্রির লক্ষ্য
  • ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জুয়েলারী প্রতিষ্ঠান
  • ফুল বিক্রি হচ্ছে ১০০ কোটি টাকার বেশি
  • ৭০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে ই-কমার্স, বিক্রি বেড়েছে ২০-২৫ শতাংশ
  • ৫০% পর্যন্ত ডিসকাউন্ট হোটেল-রিসোর্টে, বুকড ৮০-৯০ শতাংশ রুম

কয়েক দশকে বাংলাদেশে ভ্যালেনটাইনস ডে জনপ্রিয় হয়ে উঠায় এ দিবসকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রকম বাণিজ্য। অর্থনীতিতে এর অবদানও বাড়ছিলো দ্রুত গতিতেই। তবে করোনার কারণে প্রায় এক বছর সব উৎসব বন্ধ থাকার পর এবার ভ্যালেন্টাইনস যোগ করেছে নতুন মাত্রা ।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, হোটেল-রিসোর্ট, পোশাক, ফুল, চকোলেট, কেক, জুয়েলারি, রেস্টুরেন্ট, গেজেট, স্মার্ট ডিভাইস, ই-কমার্স কেনাকাটাসহ সব মিলিয়ে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হবে এবারের ভ্যালেনটাইনস ডে তে, যা নতুন করে প্রাণ দিয়েছে দেশের ব্যবসা খাতকে।

বৈশ্বিক পরামর্শক সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডাব্লিউসি) বাংলাদেশের ম্যানেজিং পার্টনার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ বলেন, 'ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের দেশেও কেনাকেটা জমজমাট। ডিজিটাল পেমেন্ট (ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং), বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, তারকা হোটেল ভ্যালেনটাইনস ডে উপলক্ষে নানা অফার দিয়েছে। ফলে মানুষও অফার লুফে নিচ্ছে'।

স্থানীয় পোশাক ও ব্র্যান্ডগুলো লাভের আশায় 

করোনার মন্দায় সারা বছর সংকটে থাকলেও বসন্ত এবং ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে লোকাল পোশাক, জুতা ও চামড়া-পোশাকজাত বিভিন্ন পণ্য উৎপাদনকারীরা। পহেলা বৈশাখ, ঈদসহ বড় উৎসবগুলো হারালেও বসন্ত উপলক্ষে নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে প্রায় সবাই।

দেশে জুতা উৎপাদন ও বিক্রিতে সবচেয়ে বড় ব্র্যান্ড এপেক্স। বসন্ত ও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নতুন শতাধিক আইটেম বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রিও আশাতীত বলে জানিয়েছেন এর কর্মকর্তারা।

এপেক্সের সবচেয়ে বড় বসুন্ধরা আউটলেটের সিনিয়র স্টোর ম্যানেজার শামিম শেখ বলেন, 'এবার বসন্তে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কালেকশন এসেছে। এখন পর্যন্ত বিক্রিও বেশ ভালো। করোনা আসার পর এখনই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে'।

তবে গত বছরের তুলনায় বেশি বিক্রি হচ্ছে না বলে জানান তিনি।

এপেক্সের মতোই নতুন কালেকশন নিয়ে এসেছে বাটা, জেনিস, বে, লোটোসহ জুতার অন্যান্য ব্র্যান্ডগুলোও। এবার বসন্ত উপলক্ষে অন্তত ৫০০ কোটি টাকার জুতা বিক্রির আশা করছেন তারা।

ফাল্গুণের প্রথমদিন ও ভ্যালেন্টাইনসের অন্যতম অনুষঙ্গ পোশাক। লাল, কমলা, হলুদ সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়িতে সাজে যুগলরা। এজন্য বিকিকিনিও হয় ব্যাপক। লোকাল ব্র্যান্ড দেশীদশই এর অন্যতম বিক্রেতা।

দেশীদশের অন্যতম ব্র্যান্ড কে ক্রাফট। প্রতিষ্ঠানটির সারাদেশের ২৫টি শো-রুমে এখন বসন্ত ও ভ্যালেন্টাইনসের পোশাকই মূল পণ্য। 

কে ক্রাফটের বসুন্ধরা শাখার ম্যানেজার শাহজাহান ফিরোজ দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, 'এবার কালেকশন অন্যবারের চেয়ে বেশি। কালেকশনের তুলনায় বিক্রি কিছুটা কম। তবে গড়ে ১ লাখ টাকার বেশি বিক্রি রয়েছে'।

লোকাল ব্র্যান্ডের অন্যতম প্রতিষ্ঠান রঙ বাংলাদেশের বসুন্ধরা ব্র্যাঞ্চ প্রধান মনিরুল হক পারভেজ বলেন, 'বছরের অন্যান্য উৎসব না পাওয়ায় বসন্তে যেকোনো বছরের তুলনায় বেশি কালেকশন দেয়া হয়েছে। বিক্রি কিছুটা কম হলেও ১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ২০ লাখ টাকার পোশাক বিক্রি হবে'।

ছেলেদের পোশাকের বড় ব্র্যান্ড সেইলর এবারের বসন্ত উপলক্ষে শতাধিক নতুন ডিজাইনের পোশাক এনেছে।

সেইলর বসুন্ধরা ব্র্যাঞ্চের ইনচার্জ আতাউর রহমান বলেন, 'আমাদের প্রতিদিন গড়ে দেড় লাখ টাকার বিক্রি হচ্ছে'। ভ্যারাইটিজ বেশি থাকায় গত বছর তুলনায় এবার বিক্রি ভালো বলে জানিয়েছেন তিনি।

ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি ও অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহমেদ দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, 'দেশীয় ব্র্যান্ড পোশাকের বাজার অন্তত ১০ হাজার কোটি টাকা। রয়েছেন ৬০০০ উদ্যোক্তা রয়েছে। এর মধ্যে বসন্তে ও ভ্যালেন্টাইনসডে ৫০০-৬০০ কোটি টাকার মতো বিক্রি হয়। স্থানীয় পোশাক উৎপাদনকারীরা এবার এরচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে রেখেছেন'।

জুয়েলারিতে বড় উৎসব

বসন্ত ও ভ্যালেন্টাইনস ডে তে প্রিয়জনকে উপহার দেয়ার জন্য গহনা বেশি পছন্দ মানুষদের। তাই এ উৎসবকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আগ্রাসী দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো।

ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই সব ধরনের পণ্যে ২৭ শতাংশ ছাড় দিয়েছে দেশের সবচেয়ে বড় ‍জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। শো-রুম কিংবা অনলাইন সব ধরনের কেনাকাটায় এ ছাড় পাচ্ছেন ক্রেতারা। বুধবার প্রতিষ্ঠানটির গুলশান ব্র্যাঞ্চে গিয়ে ক্রেতাদের ভিড়ও চোখে পড়েছে প্রতিবেদকের।

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগারওয়াল বলেন, 'ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে গিফট করার জন্য এ ছাড়। বিক্রিও বেশ ভালো'।

ডায়মন্ড ওয়ার্ল্ড ছাড়াও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আমিন জুয়েলার্স ৩২%, গেমস ওয়ার্ল্ড ৪০ শতাংশ, গিতাঞ্জলী ৩৫ শতাংশ, নিউ হেভেন ৫০ শতাংশ, সাংহাই গোল্ড ৩৬ শতাংশ, আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড ৩৫ শতাংশ, ফিওর ডায়মন্ড ২৫ শতাংশ ছাড় দিয়েছে। ইনগোল্ড দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার।

এসব ছাড়ের কারণে শুধু ভ্যালেন্টাইনসে অন্তত ৫০০ কোটি টাকার অলংকার বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

১০০ কোটি টাকার ফুলের বাণিজ্য

ভালোবাসা দিবসে সবচেয়ে চাহিদা বাড়ে ফুলের। ফুল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির (বিএফএস) সভাপতি আবদুর রহিম বলেন, 'এ বছর ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা অন্তত ৫০ লাখ। গত বছর ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ২০০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল। এবার ১৮০ থেকে ১৯০ কোটি টাকার ব্যবসা হবে'। করোনার কারণে এবার কম ব্যবসা হবে বলে জানান তিনি।

যশোর প্রতিনিধি জানান, ভালোবাসা দিবস উপলক্ষে শুধু ঝিকরগাছার গদখালী এলাকায় প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

শাহবাগের অনিন্দ্য পুষ্পনির শহিদুল ইসলাম বলেন, 'বসন্ত আর ভালোবাসা দিবস মানেই গোলাপ। সব ব্যবসায়ীরা গোলাপ অর্ডার করে রেখেছে। তবে স্কুল কলেজ বন্ধ থাকায় বিক্রি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে'।

কার্ড ও উপহার

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে লাল হৃদয় বা রেড হার্ট, বিভিন্ন আকারের পুতুল, উপহার ব্যাগ ও বাক্স, শোপিস, পারফিউমের ব্যবসাও বেশ জমজমাট। এ দিবসটি ঘিরে শত কোটি টাকার বেশি কার্ড ও উপহার সামগ্রী বিক্রি হয় বলে ধারণা ব্যবসায়ীদের।

হাতিরপুলের আর্চিস গ্যালারির স্বত্বাধিকারী শরিফুদ্দিন ইকবাল বলেন, 'করোনা বা মহামারি ভালোবাসার প্রকাশকে আটকে রাখতে পারে না। তাই ব্যবসা খারাপ এটা বলব না, তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরও ভালো হতো'।

এবার ভালোবাসা দিবস উপলক্ষে ৬ লাখ টাকার পণ্য তুলেছেন বলে জানান তিনি।

ছাড় ও বিক্রি বেড়েছে ই-কমার্সে

ভালোবাসা দিবস উপলক্ষে ছাড় ও বিপুল অফার দিয়েছে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। অলংকার, ফ্যাশন, হোম ডেকর থেকে শুরু করে জীবনধারণের সব ধরনের পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে ধামাকা অনলাইনশপ।

১৫ দিনে প্রায় এক লাখ পণ্যের অর্ডার পেয়েছে বলে জানিয়েছে ধামাকার কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ইভ্যালি, দারাজ, আলিশামার্ট, ই-ওয়েঞ্জসহ প্রায় সব ই-কমার্স প্রতিষ্ঠান।

ই-কমার্স ব্যবসায় পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা এ কে রাহাত আহমেদ বলেন, 'করোনার সময় অনলাইন কেনাটকাটা বেড়েছিল। জানুয়ারির দিকে তা একটু কমেছে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে আবার বেড়েছে। আমরা ১০ থেকে ১৫ শতাংশ বেশি ই-কমার্স পণ্য ডেলিভারির অর্ডার পাচ্ছি'।

বিপুল ছাড় হোটেল রিসোর্টে

দেশের সবচেয়ে বড় হোটেল হিসেবে পরিচিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। সারা বছর মন্দা ব্যবসার পর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দারুন অফার দিয়ে ব্যবসায় ফিরছে প্রতিষ্ঠানটি।

পুরো মাসজুড়েই আফটারনুন টি আর সুইমিংপুলের এক্যুয়া ডেক রেস্টুরেন্টে উন্মুক্ত আকাশের নিচে লাইভ মিউজিকের তালে রোমাঞ্চকর ক্যান্ডেল লাইট ডিনারের বিশেষ আয়োজন করেছে হোটেলটি। রুমের ক্ষেত্রেও রয়েছে বিশেষ অফার। বসন্তকে কেন্দ্র করে ১১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব সার্ভিসের ওপর ২৫% ডিসকাউন্ট। ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে তে ডে ডাইনিং রেস্টুরেন্ট, সুইমিংপুল, বারবিকিউসহ বেশ কয়েকটি আইটেমসহ ব্যুফে ভ্যালেন্টাইন স্পেশাল কাপল ডিনারসহ মোট ১১,৪৯৯ টাকা।

রেডিসন ব্লু ঢাকা নিয়ে আসছে পছন্দের মানুষের জন্য ভ্যালেনটাইনস লাভ বাইটস ও হার্ট ক্রাসার পার্টি। প্যান পেসিফিক সোনারগাও, ঢাকা রিজেন্সি হোটেল, ওয়েস্টিনে থাকছে ছাড় ও বড় আয়োজন। ছাড় রয়েছে হোটেল সারিনা লিমিটেড, লা মেরিডিয়ান, ডোরিন হোটেলস ও রিসোর্টস লিমিটেড, রেনেসাঁ হোটেল গুলশান, ওশান প্যারাডাইজ হোটেল, সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, রেডিসন ব্লু বে ভিউ, গ্র্যান্ড সুলতান, বগুড়ার মোমো ইন লিমিটেড এবং যশোরের হোটেল জাবির প্যারাডাইস লিমিটেডসহ সব তারকা হোটেলে। 

দি ওয়েস্টিন ঢাকার সহকারী পরিচালক (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) সাদমান সালাহউদ্দীন বলেন, 'ভ্যালেনটাইনস ডে উপলক্ষে আমাদের খাবারের অনেক আয়োজন আছে। আমাদের পাঁচটি রেস্টুরেন্টের মধ্যে তিনটিতেই আমরা ভ্যালেনটাইনস ডের আয়োজন করেছি। রুমে বিশেষ ছাড় দেয়া হয়েছে। বুকিংয়ের হারও বেশ ভালো।

উত্তরা মডেল টাউনে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের হানসা রেসিডেন্স ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আয়োজন করেছে ভ্যালেন্টাইনস ডে ফেস্ট-২০২১। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি-এর অভাবনীয় অফারে থাকছে ব্যুফে ডিনার, স্পেশাল রুম আর নানা আয়োজন।

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের তারকা রিসোর্ট রয়েল টিউলিপ। ভালোবাসার মানুষকে নিয়ে অপার্থিব এক স্বর্গীয় আবহে ভ্যালেন্টাইনস ডে স্মরণীয় করতে রাজকীয় সব অফার দিয়েছে কক্সবাজারে অবস্থিত এ রিসোর্টটি। মাত্র ২,০০০ টাকায় ডে লং ট্যুরসহ রুম সার্ভিসে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। রয়েছে বিশেষ প্যাকেজ ও ফুল বোর্ড প্যাকেজ।

হোটেলটির সিনিয়র ডিউটি ম্যানেজার ওয়াসিকুর রাব্বি জানান, "ভ্যালেনটাইনস ডে ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আমাদের  হোটেলে আসা অতিথির হার ৯০ শতাংশের বেশি বেড়েছে।" 

Related Topics

টপ নিউজ

ভ্যালেনটাইন / ভ্যালেন্টাইনস ডে / বসন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরাকে বিদেশ যেতে বাধা
  • জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ
  • ‘যুদ্ধ কোনো বলিউড সিনেমা না’; কূটনীতিক পথেই সমাধান: ভারতের সাবেক সেনাপ্রধান নারাভানে
  • চীনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জয় এনে দিয়েছে
  • রমনা বটমূলে বোমা হামলা: সাজা কমিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামিকে যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের জেল
  • সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল, নির্বাচন অভ্যন্তরীণ বিষয়: দিল্লির মন্তব্যের জবাবে প্রেস সচিব

Related News

  • ভালোবাসার মানুষের হাত ধরার অনুভুতি কেন এত শক্তিশালী?
  • জীবন ও প্রেম কোনোটাই আদতে রূপকথা নয়
  • ভ্যালেন্টাইনস ডে: রোমানদের আনন্দ উৎসব নাকি ধর্মযাজকের মৃত্যুর স্মরণ!
  • নবজীবনের জয়গান নিয়ে এলো পহেলা ফাল্গুন, রাজধানীতে চলছে উদযাপন 
  • রোমান উৎসব নাকি মৃত্যুদণ্ড উদযাপন- ভালোবাসা দিবসের উৎপত্তি আসলে কীভাবে?

Most Read

1
বাংলাদেশ

আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরাকে বিদেশ যেতে বাধা

2
অর্থনীতি

জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ

3
আন্তর্জাতিক

‘যুদ্ধ কোনো বলিউড সিনেমা না’; কূটনীতিক পথেই সমাধান: ভারতের সাবেক সেনাপ্রধান নারাভানে

4
আন্তর্জাতিক

চীনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জয় এনে দিয়েছে

5
বাংলাদেশ

রমনা বটমূলে বোমা হামলা: সাজা কমিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামিকে যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের জেল

6
বাংলাদেশ

সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল, নির্বাচন অভ্যন্তরীণ বিষয়: দিল্লির মন্তব্যের জবাবে প্রেস সচিব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net