দেশে মূল্যস্ফীতি আরও বেড়েছে
আগস্টে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি ছিল ৫.১৬ শতাংশ।

মূল্যস্ফীতির প্রতীকী ছবি
খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি হার গত সেপ্টেম্বর ০.০৫ শতাংশ বেড়ে ৫.২১ শতাংশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
আগের মাস আগস্টে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি ছিল ৫.১৬ শতাংশ।
মূল্যস্ফীতির হারে আবারো ঊর্ধ্বগতি:

গত মাসে ভোক্তা পর্যায়ের মূল্য সূচকও (সিপিআই) বাড়ে, যা আগস্টের ৫.৫৪ শতাংশ থেকে ৫.৫৯ শতাংশে উন্নীত হয়।
সেপ্টেম্বরে খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৬.১৯ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৬.১৩ শতাংশ।