জুলাই-আগস্টে ১৯ শতাংশ কমেছে প্রবাসী আয় প্রবাহ

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো আয়প্রবাহ গেল অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় ১৯ শতাংশ কমেছে। গত বছর অবশ্য মহামারি সত্ত্বেও রেকর্ড পরিমাণে বেড়েছিল দেশমুখী রেমিট্যান্সের প্রবাহ। কিন্তু জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় কর্মসংস্থান কমেছে, চাকরি হারিয়েছেন অনেক শ্রমিক। ফলে সাম্প্রতিক মাসগুলোয় রেমিট্যান্স প্রবৃদ্ধির গতি কমছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, চলতি বছরের জুলাই-আগস্ট মেয়াদে রেমিট্যান্স এসেছে ৩৬৮ কোটি ডলার, গতবছর একই সময়ে এসেছিল ৪৫৬ কোটি ডলার।
২০২০ সালের একই মাসের তুলনায় এ বছরের আগস্টে রেমিট্যান্স প্রবৃদ্ধি ৮ শতাংশ হ্রাস পেয়ে ১৮১ কোটি ডলারে নেমেছে।
সে তুলনায় গত অর্থবছরের প্রথম দুই মাসে ৫০ শতাংশের মতো উচ্চ মাত্রায় বছরওয়ারি প্রবৃদ্ধির মুখ দেখেছিল প্রবাসী আয় প্রবাহ।
সংশ্লিষ্টরা জানান, গেল বছর প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ দানের অংশ হিসেবে সরকার ২ শতাংশ হারে প্রণোদনা দেয়, কেন্দ্রীয় ব্যাংকও প্রবাসীরা যাতে সহজে অর্থ পাঠাতে পারেন এবং বিদেশি মুদ্রা বিনিময়ে সঠিক দর পান তা নিশ্চিত করার উদ্যোগ নেয়। যার ফলে রেমিট্যান্স বাড়ে।