এআই বট বার্ডের ভুল উত্তরে শেয়ার থেকে ১০০ বিলিয়ন ডলার হারালো গুগল

সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে যে তারা এখনো টিকে রয়েছে তা প্রমাণ করতেই নতুন পথ খুঁজছিলো গুগল। তবে এখনো পর্যন্ত এই ইন্টারনেট জায়ান্ট ভুল উত্তরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে মনে হচ্ছে।
নতুন এআই বট বার্ডের ক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি করা বিজ্ঞাপনে দেখা যায় বটটি একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দিয়েছে।
এর ফলে গত বুধবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মার্কেট ভ্যালু ৭ শতাংশ কমে যায়, যার ফলে তারা হারিয়েছে ১০০ বিলিয়ন ডলার।
টুইটারে সোমবারে প্রকাশিত প্রমোশোনাল ভিডিওটিতে দেখা যায়, বটটিকে জিজ্ঞাসা করা হয়, একজন নয় বছর বয়সী বাচ্চাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে কী কী জানানো যেতে পারে।
বটটির উত্তর ছিল, টেলিস্কোপটি সৌরজগতের বাইরে ছবি তুলতে সক্ষম প্রথম টেলিস্কোপ। ভুলটি খুব সহজেই জ্যোতির্বিজ্ঞানীদের চোখে পড়ে যায়। কারণ এই কৃতিত্ব ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) ২০০৪ সালেই করে দেখিয়েছে।
নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো ক্রিস হ্যারিসন টুইটের রিপ্লাই হিসেবে লেখেন, "বিজ্ঞাপনে দেখানোর আগে কেন এই তথ্যটির ফ্যাক্টচেক করা হয়নি?"
গুগলের অন্যান্য পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করা এই প্রেজেন্টেশনে বার্ডের সক্ষমতা দেখে বিনিয়োগকারীরাও বিহ্বল হয়ে পড়েছেন।
গত বছরের শেষভাগ থেকেই গুগল বেশ চাপের মধ্যে রয়েছে, যখন মাইক্রোসফটের সাহায্যপ্রাপ্ত ওপেনএআই নতুন চ্যাটজিপিটি সফটওয়্যার উন্মোচন করে। খুব দ্রুতই ভাইরাল হয়ে পড়ে বটটি, বিজনেস স্কুলের পরীক্ষা থেকে শুরু করে গানের লিরিক্স রচনা কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর, সবকিছুই দারুণভাবে করতে সক্ষম চ্যাটজিপিটি।

মাইক্রোসফট গত সপ্তাহে তাদের সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে, যেটি চ্যাটজিপিটি ব্যবহার করবে। দীর্ঘদিন ধরেই গুগলের সার্চ ইঞ্জিনের তুলনায় পিছিয়ে ছিল বিং।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই দৌড় বিনিয়োগকারীদের সমর্থন পেলেও অনেকেই এই প্রযুক্তি নিয়ে বেশি তড়িঘড়ি না করতে সতর্ক করেছেন, যা ভুল ফলাফল কিংবা প্লেজিয়ারিজমের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
গুগল বার্ডের এই ভুল সংশোধন করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন গুগলের এক মুখপাত্র।
গত বছরজুড়ে টেক কোম্পানিগুলো থেকে ব্যাপকহারে কর্মী ছাঁটাইয়ের মধ্যেই গত মাসে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট তাদের ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে, যেটি তাদের বিশ্বজুড়ে থাকা পুরো জনশক্তির ৬ শতাংশ।
সূত্র: বিবিসি