তীব্র ঠাণ্ডায় কাশ্মীরের লেকের পানি জমে বরফ

শীতের মৌসুমে কাশ্মীরে বরফ পড়ে স্বাভাবিকভাবেই। ব্যত্যয় ঘটেনি এবারও। তবে ভারতের কাশ্মীরে এবারের শীতটা বাড়াবাড়ি রকমেরই বেশি। রোববার রাতে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের তাপমাত্রা কমে আসে মাইনাস ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমের সর্বনিম্ন।

হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে আসায় বিখ্যাত ডাল লেকসহ শ্রীনগরের অন্যান্য লেকগুলোর পানি জমে বরফে পরিণত হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, কাশ্মীর উপত্যকা ও লাদাখের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসার পাশাপাশি সেখানে শীতল বাতাস বইছে।

আবহাওয়াবিদরা জানান, রাজ্যের সবচেয়ে ঠাণ্ডা জায়গা হিসেবে তুষারে ঘেরা বানিহল শহর ও জম্মু-কাশ্মীরের ন্যাশনাল হাইওয়ের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর সবচেয়ে কম তাপমাত্রা দোদা জেলায়; সেখানে হিমাঙ্কের নিচে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।