কাশ্মীরে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬০, এখনও নিখোঁজ ২ শতাধিক

ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০ জনে। এছাড়া এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দিনভর ধ্বংসস্তূপে ও পাথরের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বালু ও পাথরের স্রোতে ভেসে যায় চাসোটি গ্রাম, যেখানে মাচাইল যাত্রার শত শত তীর্থযাত্রী মধ্যাহ্নভোজ শেষে পাহাড়ের দিকে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন।
আহত তীর্থযাত্রী রাকেশ শর্মা জানান, 'আকস্মিক বন্যার আগ মুহূর্তে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরেই স্রোতে বহু মানুষ চেনাব নদীতে পড়ে যায়, আবার অনেকে কাদামাটির নিচে চাপা পড়ে।'
শুক্রবার ঘটনাস্থলে কাদায় মাখা ব্যাগ, পোশাক ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা দড়ি ও অস্থায়ী সাঁকো ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করে আনার চেষ্টা করছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, 'নিহতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ১০০ জনের বেশি এবং ২০০ জন এখনও নিখোঁজ।'
বিজ্ঞানীদের মতে, হিমালয় অঞ্চল বরাবরই বন্যা ও ভূমিধসপ্রবণ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বাড়ছে।
মাচাইল যাত্রা হিমালয়ের উচ্চভূমিতে অবস্থিত মাচাইল মাতার মন্দিরগামী তীর্থযাত্রীদের একটি জনপ্রিয় পদযাত্রা। চাসোটি গ্রাম থেকে এই পদযাত্রার শুরু হয়, কারণ সেখানেই গাড়ির রাস্তা শেষ।
গতকালের ঘটনা এক সপ্তাহ আগেই হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে ঘটে যাওয়া আরেকটি দুর্যোগের কথা মনে করিয়ে দেয়, যেখানে একই ধরনের বন্যা ও কাদা ধসে একটি সম্পূর্ণ গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়।