কোভিড-১৯ পরিস্থিতিতে 'আঙ্গুল চাটা' স্লোগান বন্ধ করলো কেএফসি

করোনা মহামারিতে স্বাস্থ্য সচেতনতা এখন সবচাইতে জরুরি। আর এই বিষয়টি বিবেচনা করে 'ফিঙ্গার লিকিং গুড' স্লোগান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ফাস্টফুড জায়ান্ট কেএফসি। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে বিবিসি জানায়, করোনা মহামারির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কোম্পানিটি জানায়, বৈশ্বিক মহামারিতে যেখানে সবাইকে মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে, সেখানে আমাদের স্লোগানটি সময়ের সাথে সাংঘর্ষিক হওয়ায় সাময়িক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, স্বাভাবিক অবস্থা ফিরলে আবারও এই স্লোগানে ফিরে আসার কথা জানিয়েছে তারা। ইতোমধ্যে নতুন একটি বিজ্ঞাপনে 'ফিঙ্গার লিকিং' শব্দটি অস্বচ্ছ করে দিয়েছে কোম্পানিটি।
করোনার কারণে গত মার্চ থেকেই বিশ্বব্যাপী কেএফসির আউটলেটগুলো বন্ধ ছিল। তারপরও তাদের স্লোগানটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ে কাজ করা কর্তৃপক্ষের কাছে মার্চেই অন্তত ১৬৩টি অভিযোগ আসে স্লোগানটির বিরুদ্ধে। করোনার সময় আঙ্গুল চেটে খাওয়া কতোটুকু স্বাস্থ্যসম্মত এমন অভিযোগ তোলে মানুষ।
বিশ্বব্যাপী তাদের ২৪ হাজার আউটলেট আছে। ভাইরাসটির কারণে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ছয় হাজার আউটলেট বন্ধ করেছে কোম্পানিটি।